Susmita Roy

শুধু কি বিবাহিত মহিলারাই সিঁদুর খেলতে পারে? আমি সংসার, শাঁখা, সিঁদুর ভালবাসি: সুস্মিতা

ব্যক্তিগত জীবনে অনেক কিছু উল্টে-পাল্টে গিয়েছে অভিনেত্রী সুস্মিতা রায়ের। এই বছরের দুর্গাপুজো কী ভাবে কাটাবেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫২
Share:

পুজোর পরিকল্পনা জানালেন সুস্মিতা। ছবি: সংগৃহীত।

নিজের ব্যবসা আর পরিবার নিয়ে ব্যস্ত অভিনেত্রী সুস্মিতা রায়। ব্যক্তিগত জীবনের জন্য এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। সম্প্রতি নিজের ব্যবসা বড় করার কথা ঘোষণা করেছেন সুস্মিতা। বড় একটি রূপটান কর্মশালা আয়োজনও করেছিলেন তিনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে তাঁর জীবনে অনেক পরিবর্তন এসেছে। স্বাভাবিক ভাবে দুর্গাপুজোও এ বছর একটু অন্যরকম তাঁর কাছে। এ প্রসঙ্গে কী বললেন সুস্মিতা?

Advertisement

অভিনেত্রী বললেন, “নিজের ব্যবসা নিয়ে খুব ব্যস্ত আমি। তাই আলাদা করে পুজোর কোনও পরিকল্পনা নেই। ব্যক্তিগত জীবনে পরিবর্তন এসেছে ঠিক কথা। কিন্তু তা নিয়ে কাটাছেঁড়া করতে চাই না। কিন্তু রক্তমাংসের মানুষ তো! মনখারাপ হতেই পারে।”

মা-কে নিয়ে কেনাকাটা করা এখনও বাকি। কাজের ফাঁকে নিজের জন্য কিছু জিনিস কিনে ফেলেছেন। দুর্গাপুজোয় অঞ্জলি না দিলে সবটাই যেন অসম্পূর্ণ রয়ে যায় তাঁর। মুকুন্দপুরে নিজের বাড়ির পাশের মণ্ডপে অঞ্জলি দেবেন অভিনেত্রী। আর সিঁদুরখেলা? সুস্মিতার কথায়, “সিঁদুর কি শুধু বিবাহিত মহিলারাই খেলতে পারেন? সিঁদুর হল শক্তির প্রতীক। আর তা ছাড়া সিঁদুর, শাঁখা, সংসার আমি খুব ভালবাসি। উত্তর কলকাতায় প্রতি বছর সিঁদুর খেলতে যাই। আশা করছি, এই বছরেও যাব।” এই মুহূর্তে অভিনেত্রী সুস্মিতাকে দেখা যাচ্ছে না পর্দায়। নতুন ধরনের চরিত্রের অপেক্ষায় অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement