Swastika Dutta

আদা খেলেই বাড়বে বিপদ! বাদ পড়েছে অনেক খাবারই, কেন শরীরচর্চায় এত মন স্বস্তিকার?

অভিনেত্রী স্বস্তিকা দত্তের সমাজমাধ্যমের পাতা ঘাঁটলে দেখা যাবে, ইদানীং আরও বেশি শরীরচর্চা করছেন তিনি। চিকিৎসকের পরামর্শেই এই সিদ্ধান্ত অভিনেত্রীর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৩
Share:

চিকিৎসকের পরামর্শে শরীরচর্চায় মন স্বস্তিকার। ছবি: সংগৃহীত।

টলিপাড়ার নায়িকারা প্রায় প্রতি দিনই নিজেদের সমাজমাধ্যমের পাতায় কিছু না কিছু ভাগ করে নিতেই থাকেন। সম্প্রতি স্বস্তিকা দত্তের ইনস্টাগ্রামে ঢুঁ মারলে দেখা যাবে তাঁর শরীরচর্চার ভিডিয়ো। আগের চেয়ে আরও বেশি স্বাস্থ্যসচেতন নায়িকা। সবটাই কি কাজের স্বার্থে? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?

Advertisement

অভিমন্যু মুখোপাধ্যায়ের প্রেমের সিরিজ়ে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। সদ্য ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। তা হলে আগামী কোনও চরিত্রের জন্যই কি এত শরীরচর্চা করছেন স্বস্তিকা? এমনিতে অভিনেত্রী যে খুব খেতে ভালবাসেন তা নয়। কিন্তু এখন খাওয়াদাওয়ার ব্যাপারে আরও বেশি সাবধানে থাকতে হচ্ছে স্বস্তিকাকে?

সম্প্রতি শ্বাসযন্ত্রে কিছু সমস্যা ধরা পড়েছে অভিনেত্রীর। স্বস্তিকা জানাচ্ছেন, “বাঙালি আর পঞ্জাবি পরিবারে বড় হয়েছি আমি। প্রায় প্রত্যেকটা খাবারে আদা দেওয়া হয়। সেখানে আমার আদা খাওয়া বারণ। এ ছাড়াও অনেক ধরনের খাবার খেতে মানা করেছেন চিকিৎসক। দুধের খাবার খাওয়া পুরো মানা।”

Advertisement

নিজেকে সুস্থ রাখতে শরীরচর্চায় আরও মন দিয়েছেন অভিনেত্রী। তবে অনেকসময় কাজের জন্যও বিভিন্ন যোগব্যায়াম করতে হয় তাঁকে। স্বস্তিকা জানিয়েছেন, আমিষ খাবার খেতে তিনি ভালবাসেন। যখনই শুটিং থাকুক না কেন, তাঁর মা ডাল-ভাত হলেও তৈরি করে দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement