Swastika Mukherjee

‘ওদের এতটা মূল্য দেওয়ার কোনও মানে হয় না’, নবমীতে নিজের কাছে বড় প্রতিজ্ঞা স্বস্তিকার

পরনে শাড়ি, মাথায় টানা ঘোমটা। কপালে বড় টিপ। নিজের এমনই একটি ছবি ভাগ করে স্বস্তিকা স্পষ্ট জানান, নিন্দকেরা তাঁর উত্তর পাওয়ার যোগ্য নন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১৫:৩৮
Share:

নবমীতে বড় প্রতিজ্ঞা স্বস্তিকার। ছবি: সংগৃহীত।

তিনি বরাবর স্পষ্টবাদী। সমাজমাধ্যমেও নিন্দকেরা কটাক্ষ করলে, তাঁদের পাল্টা দিতে দ্বিতীয় বার ভাবেন না তিনি। কিন্তু আর নয়। এ বার থেকে অন্য পন্থা অবলম্বন করবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজেই জানালেন অভিনেত্রী।

Advertisement

পরনে শাড়ি, মাথায় টানা ঘোমটা। কপালে বড় টিপ। নিজের এমনই একটি ছবি ভাগ করে স্বস্তিকা স্পষ্ট জানান, নিন্দকেরা তাঁর উত্তর পাওয়ার যোগ্য নন। নবমীতে তাই নিজের কাছেই একটি প্রতিজ্ঞা করলেন তিনি। অভিনেত্রী লিখেছেন, “শুভ নবমী। এই পুজোতে নিজেকে একটা প্রতিজ্ঞা করেছি। ছাগলদের মন্তব্যে আর উত্তর দেব না। যদিও চোখে পড়লে বেশ হাত ইশপিশ করে আমার। ভাবি, চুপ করে না থেকে উচিত জবাব দেওয়া দরকার। কিন্তু এখন মনে হয় এতটা মূল্য দেওয়া ঠিক হচ্ছে না।”

সমাজমাধ্যমে তারকাদের প্রায়ই ‘ট্রোলিং’-এর শিকার হতে হয়। স্বস্তিকাকেও প্রায়ই নানা বিষয়ে এমন ট্রোলিং-এর শিকার হতে হয়েছে। বরাবর উত্তর দিয়ে এলেও, এখন এই ট্রোলিং-কে মহামারীর মতো মনে করেন অভিনেত্রী। তাই তিনি লিখেছেন, “ট্রোলিং আর এখন শুধু ট্রোলিং নেই। এটা একটা মহামারির রূপ ধারণ করেছে। আমাদের সবার জীবনেই নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয় প্রতিনিয়ত। বাড়তি নেতিবাচকতার দরকার নেই।”

Advertisement

তা হলে এ বার থেকে নিন্দকদের কী ভাবে সামলাবেন তিনি? স্বস্তিকা তাঁর পোস্টে লিখেছেন, ব্লক করাই সবচেয়ে সহজ রাস্তা। অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, “ব্লক করার নতুন করে অর্থ খুঁজে পেয়েছি। যাঁরা আমাকে ভালবাসেন, তাঁদের সকলকে অনেক ভালবাসা। আমি সেটা নিয়েই বেঁচে থাকব।”

মহিলাদের চেহারা নিয়ে নানা কটূক্তি শুনতে হয়। সেই জবাবও বার বার দিয়েছেন স্বস্তিকা। তাই নবমীর পোস্টেও আরও এক বার লিখলেন, “যে মহিলারা নিয়মিত বডিশেমিং-এর শিকার হন, তাঁদেরকে অনেক ভালবাসা ও উল্লাস। আমরা যদি সবাই সবাইকে ভালবাসি, তাহলেই আমরা জয়ী হতে পারব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement