বিরাট না কি আবদুল রজ্জাকের সঙ্গে সম্পর্কে ছিলেন তমন্না! ছবি: সংগৃহীত।
দীর্ঘ দুই বছর সম্পর্কে থাকার পরে বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক ভাঙে তমন্না ভাটিয়ার। শোনা যায় , বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন অভিনেত্রী। রাজি হননি বিজয়। তার পরেই বিচ্ছেদ। বিজয়ের আগেও একাধিক বার মন ভেঙেছে তমন্নার। এমনকি, বিরাট কোহলির সঙ্গেও নাকি সম্পর্কে ছিলেন বলে শোনা যায়। সম্প্রতি সাক্ষাৎকারে সেই বিষয়ে কথা বলেছেন তিনি।
বিরাটের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করতেই অভিনেত্রীর মন্তব্য, “আমার খুব খারাপ লাগে। কারণ, আমার সঙ্গে আক্ষরিক অর্থে একবার দেখা হয়েছিল।” একটি বিজ্ঞাপনী শুটিং-এ বিরাটের সঙ্গে তাঁর দেখা হয়েছিল বলে জানান তিনি। ২০১০-এ সেই শুটিং থেকেই তাঁদের একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। তাঁর কথায়, “ওই শুটিং-এর পরে আর কখনও ওর সঙ্গে দেখা হয়নি। না আমি ওর সঙ্গে কথা বলেছি, না ও আমার সঙ্গে কথা বলেছে।”
পাকিস্তানি ক্রিকেটার আবদুল রজ্জাকের সঙ্গেও নাম জড়িয়েছিল তমন্নার। রটে গিয়েছিল, পাক ক্রিকেটারকে নাকি গোপনে বিয়ে করেছিলেন অভিনেত্রী। দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল একটি গয়নার দোকানে। এই প্রসঙ্গে প্রশ্ন শুনে হেসে তমন্না বলেন, “সত্যিই নেটপাড়া খুব মজার। নেটপাড়ার দাবি ছিল, আমি নাকি আবদুল রজ্জাককে বিয়েও করে ফেলেছি।” ক্যামেরার দিকে হাতজোড় করে তমন্না বলেন, “আমি সত্যিই দুঃখিত স্যর (আবদুল রজ্জাক)। আপনার দু-তিনজন সন্তান আছে। আমি জানিও না আপনার জীবনটা কেমন। খুবই অস্বস্তিকর বিষয়।”
তমন্না আক্ষেপ করে বলেন, “সত্যিই খুব অদ্ভুত লাগে। কোনও যোগ ছাড়াই মানুষ এই সব সম্পর্কের গল্প তৈরি করে দেয়। কিন্তু এখানে সত্যিই কিছু করার নেই। মানুষের যা ভাবার, তাই ভাববে। সবাইকে নিয়ন্ত্রণ করা যাবে না।”