Gaurav-Priyanka Are In Trouble

শুটিংয়ে গিয়ে বিপদে গৌরব-প্রিয়াঙ্কা! প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে কী অবস্থা তাঁদের?

খবর, পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ছবির শুটিং করতে হিমাচল প্রদেশে গিয়েছেন তাঁরা। সেখানেই প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি সকলে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৯
Share:

প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার? ছবি: সংগৃহীত।

প্রবল বন্যায় ভেসেছে পঞ্জাব। ভারী বর্ষণে ফুঁসছে হিমাচল প্রদেশের নদী। লাগাতার বৃষ্টির জেরে পাহাড়ি পথে ধস। বিপদের আশঙ্কায় প্রহর গুণছেন স্থানীয় মানুষেরা। খবর, এমন পরিস্থিতিতে শুটিং করতে গিয়ে আটকে পড়লেন প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়-সহ ৩৫ জনের একটি দল। রিঙ্গোর নতুন ছবির শুটিং করতে গিয়েছেন তাঁরা।

Advertisement

জানা গিয়েছে, তিন অভিনেতাকে নিয়ে মনালী, কিন্নৌর-সহ হিমাচলের পাহাড়ি অঞ্চলে শুটিং করতে গিয়েছেন পরিচালক। এই প্রথম বাংলা ছবির শুটিং আইফোনে হচ্ছিল। কিন্তু শুরু থেকেই নাকি বিপত্তি। প্রাকৃতিক বিপর্যের মুখোমুখি হয়ে সবাই আটকে পড়েন কিন্নৌরে। খবর পেয়ে পৌঁছে যায় সেনা। উদ্ধার করে তাঁদের নামিয়ে আনা হয়েছে কল্পায়। সোমবার তাঁরা চণ্ডীগড় অথবা শিমলায় পৌঁছোনোর চেষ্টা করবেন। সেখান থেকে ফিরবেন নিজের শহরে।

এখন কী অবস্থায় আছেন তাঁরা? জানতে পরিচালক-সহ তিন অভিনেতার সঙ্গেই যোগাযোগের চেষ্টা করেছিল আনন্দবাজার ডট কম। তাঁদের ফোনে পাওয়া যায়নি। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, সবাইকে উদ্ধার করে এক সরকারি অতিথিশালায় রাখার বন্দোবস্ত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement