‘আগামীকালই আমার উড়ান’, বিমান দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই অভিনেতা রাহুল লিখলেন...

গুজরাতের মেঘানিনগরে বিমান দুর্ঘটনা। অহমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। এই ঘটনায় খুবই ভয় পেয়েছেন অভিনেতা রাহুল দেব বসু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৭:১৮
Share:

দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর কী লিখলেন রাহুল? ছবি: সংগৃহীত।

ভয়াবহ দুর্ঘটনা। শিরোনামে অহমদাবাদে বিমান ভেঙে পড়ার ঘটনা। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৯ মিনিটে সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় এআই-১৭১ বিমানটি। বিমানটি রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি-র সঙ্গে। ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, ভেঙে পড়ার আগে বিমানটি মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল। সেটি দ্রুতগতিতে নীচের দিকে নেমে আসতে শুরু করে। তার পরই সেটি মেঘানিনগরের কাছে বসতি এলাকায় ভেঙে পড়ে।

Advertisement

এই ঘটনা শোনার পর আতঙ্কিত সবাই। আগামী কিছু দিনে যাঁদের বিমানে যাতায়াত করার কথা তাঁরা রীতিমতো আতঙ্কে। অভিনেতা রাহুল দেব বসু নিজের আতঙ্কের কথাই সমাজমাধ্যমের পাতায় লিখেছেন। অভিনেতা লিখেছেন, “আগামীকালই আমার ফ্লাইট। বিমানযাত্রার আগে এই ঘটনা শুনে খুবই আতঙ্কিত। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি তাঁর সমবেদনা জানিয়েছেন অভিনেতা।”

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদের বিমানবন্দরের ২৩ নম্বর রানওয়ে থেকে উড়েছিল। গন্তব্য ছিল লন্ডনের অদূরে গ্যাটউইক বিমানবন্দর। বিমানে সওয়ার ছিলেন ২৪২ জন। কত জনের মৃত্যু হয়েছে, এখনও পর্যন্ত সরকারি ভাবে তা প্রকাশ করা হয়নি। বিমানটি ভেঙে পড়েছে বিমানবন্দরের বাইরে লোক বসতি এলাকায়। মনে করা হচ্ছে, যেখানে বিমানটি ভেঙে পড়েছে, সেখানেও বহু মানুষ হতাহত। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মেঘানি এলাকার যে বহুতলে বিমানটি ভেঙে পড়েছে, সেখানে থাকেন সিভিল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। তার পাশের একটি ভবনে থাকেন রেসিডেন্ট চিকিৎসকেরা। তাঁরা সকলেই অহমদাবাদের সিভিল হাসপাতালে কর্মরত ছিলেন। কত জন হতাহত হয়েছেন, তা স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement