Saiyaara box office collection

সলমন-আমিরদের টেক্কা দিয়ে কোন নজির গড়ল নবাগত অহান-অনীতের ‘সইয়ারা’?

আপাত ভাবে প্রচারহীন এক ছবির ব্যবসা নিয়ে আলোচনা তুঙ্গে। দ্বিতীয় সপ্তাহে কত কোটি ঘরে তুলল ‘সইয়ারা’?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৯:৩৪
Share:

কত কোটির ব্যবসা করল ‘সইয়ারা’? ছবি: সংগৃহীত।

১৮ জুলাই মুক্তি পেয়েছে ‘সইয়ারা’। তার পর থেকে ক্রমাগত আলোচনায় দুটি নাম অহান পাণ্ডে ও অনীত পড্ডা। দু’জনেই নবাগত। তাঁদের প্রথম ছবি। কিন্তু তাতেই কেল্লা ফতে। বড় বড় তারকাদের পিছনে ফেলে দিয়েছেন তাঁরা। আমির খান, সলমন খানদের টেক্কা দিচ্ছে তাঁদের ছবি। সপ্তাহ পার হওয়ার আগে ১৫০ কোটির অঙ্ক ছুঁয়েছে এই ছবি। আপাত ভাবে প্রচারহীন এক ছবির ব্যবসা নিয়ে আলোচনা তুঙ্গে। দ্বিতীয় সপ্তাহে কত কোটি ঘরে তুলল এই ছবি?

Advertisement

দ্বিতীয় সপ্তাহে পা দেওয়ার পর ‘সইয়ারা’ ছবির বক্স অফিস কালেকশন ২৬৬ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকা, যা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে আমির-শাহরুখ ও সলমনদের। সিনেমা বিশেষজ্ঞেরা ইতিমধ্যেই এটিকে ‘গেম চেঞ্জার’-এর তকমা দিয়েছে। আমিরের সাম্প্রতিক কালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পর’ বক্স অফিসে ব্যবসা করেছিল ২৬৪ কোটি টাকা। সেখানে দু’কোটি বেশি উপার্জন করে আমিরকে পিছনে ফেলে দিয়েছে ‘সইয়ারা’। এখানেই শেষ নয়। একই সঙ্গে এই ছবি প্রায় ছুঁয়ে ফেলেছে ‘কবীর সিংহ’কে। এখানেও শেষ নয়, এ ছবি পিছনে ফেলেছে, ‘আশিকি ২’, ‘মার্ডার ২’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘এক ভিলেন’-এর মতো ছবিকেও। সলমনের ‘সিকন্দর’ মুখ থুবড়ে পড়েছে ‘সইয়ারা’র কাছে। অতিমারির পরবর্তী সময়ে সিনেমায় বেড়েছে পুরুষতান্ত্রিকতার বাড়াবাড়ি। এ ছাড়াও রয়েছে উগ্র প্রেম, নারীবিদ্বেষ, হিংসা। সেখানে শুধু ভালবাসার কথা বলে এই ছবি। প্রেমের জন্য উচাটন নয়, বরং তাঁর প্রতীক্ষায় পথ চেয়ে থাকায় যেন মন গলেছে দর্শকদের। তাঁর ছাপ এসে পড়েছে বক্স অফিসেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement