Aishwarya Rai Bachchan

ঐশ্বর্যা অনামিকায় চব্বিশ ঘণ্টা পরে থাকেন ‘ভি’ চিহ্নের আংটি, নেপথ্যে কোন কারণ?

বিয়েতে যে মঙ্গলসূত্র অভিষেক বচ্চন দিয়েছিলেন, সেটাও নাকি ভেঙে নতুন গয়না গ়ড়িয়েছেন। অথচ ঐশ্বর্যা আঙুলের ‘ভি’ আকারের এই আংটি এক মুহূর্তের জন্য খোলেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ২০:০৩
Share:

ডান হাতের অনামিকায় ‘ভি’ আকৃতির হিরের আংটি কেন পরেন ঐশ্বর্যা? ছবি: সংগৃহীত।

কিছু কিছু গয়না যেন তারকাদের সাজপোশাকের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে। যেমন কাজলের অনামিকায় ‘ওঁ’ লেখা আংটি, সলমন খানের হাতে নীল পাথরের ব্রেসলেট। তেমনই ঐশ্বর্যা রাইয়ের অনামিকায় ‘ভি’ আকারের আংটি। বিয়েতে যে মঙ্গলসূত্র অভিষেক বচ্চন পরিয়েছিলেন, সেটা ভেঙেও নাকি নতুন গয়না গড়িয়েছেন। কিন্তু অভিনেত্রী এই আংটি এক মুহূর্তের জন্য খোলেন না।

Advertisement

ঐশ্বর্যার আঙুলের আংটির নাম হল ‘ভ‍্যাঙ্কি আংটি’ বা ‘ভাদুঙ্গিলা’। এই আংটি বিবাহের চিহ্ন। বিবাহিত মহিলারা এই আংটি পরেন। বিয়ের পর এই আংটি পরার চল দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি। বিয়ের পর মঙ্গলসূত্রের মতো এই আংটি পরতে হয়। বিয়ের দিন এই আংটি কনের হাতে পরিয়ে দেওয়া হয়। কনের বৌদি অথবা কাকিমা এই আংটি উপহার দেন। ঐশ্বর্যার অনামিকায় যে ‘ভ্যাঙ্কি আংটি’ দেখতে পাওয়া যায়, সেটি হিরের। তবে এটি সোনারও হয়। দক্ষিণ ভারতের রাজপরিবারের কন‍্যারা প্রথম এই আংটি পরা শুরু করেন। এখনও বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার সময় এই আংটি পরা থাকে দক্ষিণ ভারতের নববধূদের হাতে।

তবে কেবল হিরে বা সোনাই নয়, বর্তমানে রুপো দিয়ে তৈরি এই আকারের আংটি জনপ্রিয় হয়ে উঠেছে বাঙালি মেয়েদের মধ্যেও। বিয়ের পর বহু বছর ঐশ্বর্যাকে বাঁ হাতে নোয়া বাঁধানো পরে থাকতে দেখা গিয়েছে। সাধারণত বাঙালি বিবাহিত নারীরা বিয়ের পর এই গয়না পরেন। তবে শাশুড়ি জয়া বচ্চন বাঙালি হওয়ায় অভিনেত্রী হয়তো সেই ধারা পালন করতেন বলে মত অনেকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement