জুহুর সমুদ্রসৈকত পরিস্কার করছেন অক্ষয়। ছবি: সংগৃহীত।
গণেশচতুর্থী শেষ হতে না হতে মুম্বইয়ের সমুদ্রসৈকত ভরে যায় ময়লা-আবর্জনায়। এ বারও জুহুর সমুদ্রসৈকত ময়লা, মালা, খড়-সহ নানা আবর্জনায় ভরেছে। সম্প্রতি জুহুর ওই ঘাটে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফডণবীশের সঙ্গে হাতে হাত মিলিয়ে সাফাই অভিযানে নামেন অভিনেতা অক্ষয় কুমার। ইতিমধ্যেই সামজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও লোকের উপকার করতে গিয়ে কটাক্ষের শিকার অভিনেতা।
এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সাফাই অভিযানে অংশ নিয়েছিলেন অক্ষয়। পুরোটাই করেছেন এই পরিবেশের স্বার্থে। অভিনেতা বলেন, ‘‘আমাদের এই পৃথিবীর খেয়াল রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এটা খুব প্রয়োজন। আমাদের দেশের প্রধানমন্ত্রীও স্বচ্ছতা-সাাফাইয়ের দিকে জোর দেন। পরিচ্ছন্নতা বজায় রাখা শুধুই সরকারের কাজ নয় বরং সাধারণ মানুষেরও দায়িত্বের মধ্যে পড়ে।” অক্ষয়ের এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই কটাক্ষ ধেয়ে এসেছে। নেটাগরিকরা অক্ষয়ের এই উদ্যোগকে ‘লোকদেখানো’ বলে কটাক্ষ করেছেন। কেউ আবার বলছেন, পুরোটাই নাটক। কারও দাবি ‘জলি এলএলবি ৩’-এর প্রচারের কৌশল।