Entertainment News

হোলি বললেই বলিউডের এই গানগুলি মনে পড়ে?

হোলি মানেই রঙের উৎসব। আনন্দ, হই হুল্লোড়, খাওয়া দাওয়ার সঙ্গে অবশ্যই নাচ-গান। বলিউডও প্রতি বছর হোলির রঙে রাঙিয়ে দেয়। তা সে অন-স্ক্রিন হোক বা অফ-স্ক্রিন। বহু দিন ধরেই বলিউডের বিভিন্ন হোলি স্পেশ্যাল গান সমান ভাবে জনপ্রিয়। গ্যালারির পাতায় দেখে নিন হোলি বলতে আপনারও এই গানগুলি মনে পড়ে কিনা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:১৫
Share:
০১ ০৭

হোলি মানেই রঙের উৎসব। আনন্দ, হই হুল্লোড়, খাওয়া দাওয়ার সঙ্গে অবশ্যই নাচ-গান। বলিউডও প্রতি বছর হোলির রঙে রাঙিয়ে দেয়। তা সে অন-স্ক্রিন হোক বা অফ-স্ক্রিন। বহু দিন ধরেই বলিউডের বিভিন্ন হোলি স্পেশ্যাল গান সমান ভাবে জনপ্রিয়। গ্যালারির পাতায় দেখে নিন হোলি বলতে আপনারও এই গানগুলি মনে পড়ে কিনা।

০২ ০৭

১৯৭০ সালের ‘কাটি পতঙ্গ’ ছবির এই গানটি মনে পড়ছে? রাজেশ খন্না ও আশা পারেখের এই ছবিতে ‘আজ না ছোড়েঙ্গে’ গানটি হোলি উত্সবের সেলিব্রেশনে আজও সমান জনপ্রিয়। গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর ও কিশোর কুমার।

Advertisement
০৩ ০৭

‘সিলসিলা’র ‘রং বরসে’ গানটি যতদিন পৃথিবীতে হোলি খেলা হবে, ততদিনই শোনা হবে বলাই যায়। রেখা-অমিতাভের নাচও কোনওদিনই দর্শক ভুলতে পারবেন না। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮১ সালে। ছবিতে অভিনয় করেছিলেন জয়া বচ্চন ও সঞ্জীব কুমারও। গানটি কিন্তু অমিতাভের নিজেরই গাওয়া।

০৪ ০৭

১৯৯৩ সালে শাহরুখ-সানি দেওল ও জুহি চাওলা অভিনীত ‘ডর’ ছবির হোলি স্পেশ্যাল গানটিও সেরার সেরা। সানি ও জুহির নাচ, সঙ্গে শাহরুখের ঢোল বাজানোর দৃশ্যে ‘অঙ্গ সে অঙ্গ লগানা’ গানটি আজও সমান জনপ্রিয়।

০৫ ০৭

শাহরুখের ‘মহব্বতেঁ’ ছবির ‘সোনি সোনি আঁখিওয়ালি’ গানটি হোলি সেলিব্রেশনের আদর্শ গান। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০০ সালে। উদিত নারায়ণ, জসপিন্দর নারুলা, শ্বেতা পণ্ডিত ও সোনাল গেয়েছিলেন গানটি।

০৬ ০৭

অমিতাভ বচ্চন ও হেমা মালিনীর ‘বাঘবান’ ২০০৩-এর ছবি। অন-স্ক্রিনে অমিতাভ ও হেমার অভিনয় ফের জাদু করেছিল। হোলি উপলক্ষে এই ছবির ‘হোরি খেলে রঘুবীরা’ গানটি অত্যন্ত জনপ্রিয়।

০৭ ০৭

সাম্প্রতিক কালের ছবির মধ্যে হোলি স্পেশ্যাল গানগুলির মধ্যে সবচেয়ে হিট গান ‘বালাম পিচকারি’। রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোনের নাচও সমান জনপ্রিয়। ২০১৩-য় ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির গান এটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement