অভিষেক-পত্নী ঐশ্বর্যার উপরে কেন ভরসা করতে পারেননি অমিতাভ? ছবি: সংগৃহীত।
হলিউডে গিয়ে কোনও লাভ হবে না। বেশি দূর এগোতে পারবেন না ঐশ্বর্যা রাই বচ্চন। এমন দাবি করেছিলেন অমিতাভ বচ্চন। তখন অভিষেক বচ্চন কী করেছিলেন?
বলিউডের পরে আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজের পরিচিতি তৈরি করেছেন ঐশ্বর্যা। প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটতে দেখা যায় তাঁকে। হলিউডের ছবিতেও কাজ করেছেন তিনি। কিন্তু একটা সময়ে তাঁর উপর ভরসা করতে পারেননি তাঁর শ্বশুর অর্থাৎ অমিতাভ।
২০০৪ সালে ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা। তাঁর হলিউডের সেই ছবি নিয়ে বহু আলোচনা হয়েছিল। তখনও অভিষেকের সঙ্গে ঐশ্বর্যের বিয়ে হয়নি। কর্ণ জোহর তাঁর সাক্ষাৎকারে প্রশ্ন অমিতাভকে প্রশ্ন করেছিলেন, “ঐশ্বর্যা কি হলিউডে নিজের জায়গা তৈরি করতে পারবেন?” উত্তরে তখন বিগ বি দাবি করেছিলেন, একটা জায়গা পর্যন্ত ঐশ্বর্যা যেতে পারবেন ঠিকই। কিন্তু হলিউডে বেশি দূর পর্যন্ত পৌঁছোতে পারবেন না তিনি।
তখন অভিষেক তাঁর বাবার কথায় সম্মতি জানাননি। তিনি বলেছিলেন “ও (ঐশ্বর্যা) খুবই প্রতিভাময়ী। পেশাদার মানুষও। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও অনেকের ভাল।”
এই সাক্ষাৎকারের আগে ‘ঢাই অক্ষর প্রেম কে’, ‘কুছ না কহো’ নামে দু’টি ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা ও অভিষেক। এর পরে ‘ধুম ২’, ‘গুরু’, ‘সরকার রাজ’, ‘উমরাও জান’, ‘রাবণ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তারকাদম্পতি।
‘উমরাও জান’ ছবিতে অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েছিলেন অভিষেক ও ঐশ্বর্যা। তার এক বছরের মধ্যেই ২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। ২০১১ সালে তাঁদের কোলে আসে আরাধ্যা।