Shah Rukh Khan

‘কমল হাসনের পায়ের ধুলোও হতে পারবেন না আপনি’, শাহরুখকে তোপ দাগলেন কে?

শাহরুখ খানের ব্যক্তিত্বেও মুগ্ধ অনুরাগীরা। কিন্তু কমল হাসনের কাছে নাকি কিছুই না তিনি। এমনকি কমলের পায়ের ধুলোরও যোগ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৮:০৮
Share:

কমল হাসনের সঙ্গে শাহরুখের তুলনা। ছবি: সংগৃহীত।

আবিশ্ব অনুরাগী ছড়িয়ে রয়েছে শাহরুখ খানের। শুধু অভিনয় নয়। তাঁর ব্যক্তিত্বেও মুগ্ধ অনুরাগীরা। কিন্তু কমল হাসনের কাছে নাকি কিছুই না শাহরুখ খান। এমনকি কমলের পায়ের ধুলোরও যোগ্য নন। এমনই দাবি করলেন বলিউডের অভিনেতা লিলিপুট। বলিউডে খর্বকায় অভিনেতা হিসেবে পরিচিত তিনি।

Advertisement

২০১৮ সালে ‘জ়িরো’ ছবিতে খর্বকায় অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পর বলিউড থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন শাহরুখ। সেই ছবি নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন লিলিপুট। তাঁর মতে, অন্ধ মানুষের চরিত্রে কাজ করা খুব একটা কঠিন নয়। কিন্তু খর্বকায় মানুষের চরিত্রে অভিনয় করা মোটেই সহজ নয়। খর্বকায় ব্যক্তিদের চলাফেরা আর পাঁচজনের মতোই স্বাভাবিক। শুধু তাঁদের শারীরিক উপস্থিতিই দেখতে অন্য রকম লাগে।

লিলিপুট বলেছেন, “একজন মানুষ কী ভাবে খর্বকায় সাজবে? প্রযুক্তির মাধ্যমেই তাঁকে ছোট করে দেখানো হবে। আমরা সবাই জানি, আপনি (শাহরুখ) সুপুরুষ ও মিষ্টি। আপনার বিষয়ে আমাদের ধারণা এটাই। তাই ছবিতে আমরা কোনও খর্বকায় ব্যক্তিকে দেখিনি। আমরা দেখেছি এক নায়ককে, যাঁকে প্রযুক্তির মাধ্যমে ছোট দেখানো হয়েছে। আপনাদের চিত্রনাট্যই বা কী বোঝাতে চেয়েছে?”

Advertisement

শাহরুখ নাকি কমল হাসনকে নকল করেছেন। এই দাবিও তুলেছেন লিলিপুট। অভিনেতা বলেছেন, “আপ্পু রাজার বুদ্ধিমত্তা দেখা উচিত। কমল হাসনকে কিন্তু বদলে ফেলতে হয়নি। খর্বকায় ব্যক্তির ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় অনুসরণ করেছেন তিনি। খর্বকায় ব্যক্তিদের চেহারায় কিছু বৈশিষ্ট্য থাকে। তাঁদের আঙুলগুলো খাটো হয়। হাতগুলো হয় মোটা। মুখ ও পা অন্য রকম হয়। এই বিষয়গুলি যদি তুলে ধরতে নাই পারেন, তা হলে ছবিটা করার কী দরকার! আপনি কমলজিকে নকল করতে চাইছেন? ওঁর অভিনয়ের পায়ের ধুলোর সমানও আপনি নন।”

জাতীয় মঞ্চে শাহরুখ সম্মানিত হওয়ার কয়েক দিনের মধ্যে এই মন্তব্য করেছেন লিলিপুট। অভিনেতার এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement