Anushka Sharma

জায়ের সঙ্গে এক বাড়িতে থাকেন না, বিরাটের বৌদি চেতনার সঙ্গে অনুষ্কার সম্পর্কের সমীকরণ প্রকাশ্যে

সেই ভাবে শ্বশুরবাড়িতে সংসার করতে হয়নি অনুষ্কাকে। কিন্তু, শ্বশুরবাড়ির সকলের সঙ্গেই যোগযোগ আছে তাঁর। এ বার জায়ের ছবি ভাগ করে কী লিখলেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১১:৪৬
Share:

জা চেতনার সঙ্গে কেমন সম্পর্ক অনুষ্কার? ছবি: সংগৃহীত।

বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর প্রথম দিকে কিছু বছর মুম্বইতেই থাকতেন অনুষ্কা শর্মা। তবে ছেলে অকায়ের জন্মের পর থেকে পাকাপাকি ভাবে লন্ডনে থাকেন। যদিও দিল্লিতে বিরাটের মা, দাদা-বৌদি ও পরিবারের অন্য সদস্যরা থাকেন। সেই ভাবে শ্বশুরবাড়িতে সংসার করতে হয়নি অনুষ্কাকে। কিন্তু, শ্বশুরবাড়ির সকলের সঙ্গেই যোগযোগ আছে তাঁর। এ বার জায়ের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি বিরাটের বৌদি চেতনা কোহলি নিজের যোগাসন করার ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় কোনও বিদেশি পোশাক পরে নয়, একেবারে শাড়ি পরে যোগাসন করছেন চেতনা। বহু বছর ধরে যোগাসনের শিক্ষা নিয়েছেন চেতনা। তাঁর কথায়, ‘‘জানি আমার ভঙ্গি হয়তো নিখুঁত নয় এবং সেখানেই আমার অনুশীলনের গুরুত্ব থেকে যাচ্ছে। এমন কিছু দিন যায়, যখন কাঁপতে থাকি, টলতে থাকি, কখনও আবার নিজেকে ভাসিয়ে দিই। কিন্তু প্রতিটি প্রচেষ্টা থেকেই কিছু শেখার, নিজেকে বিকশিত করার ইচ্ছে আছে।’’

জায়ের এমন অধ্যবসায়কে কুর্নিশ জানিয়ে অনুষ্কা সমাজমাধ্যমে লেখেন, ‘‘প্রতিটি ভঙ্গিতে, তিনি যোগব্যায়ামকে প্রতিফলিত করেন — শক্তি এবং করুণা, স্থিরতা, সব কিছুর সামঞ্জস্য রয়েছে তাঁর ভঙ্গিতে। তোমার জন্য আমি গর্বিত।’’ অনুষ্কার পোস্টটি শেয়ার করে পাল্টা ছোট জাকে ধন্যবাদ জানান বিরাটের বৌদি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement