jaya ahsan plastic surgery

‘গোটা শরীরেই প্লাস্টিক সার্জারি’, নিত্যদিন একই কটাক্ষ, এ বার সত্য প্রকাশ্যে আনলেন জয়া

অনেকেরই কৌতূহল, জয়ার ত্বক কী ভাবে এমন টানটান মৃসণ। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চেহারার ঔজ্জ্বল্য। এই নিয়ে নানা গুঞ্জন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৮:৩৫
Share:

জয়া আহসান। ছবি: সংগৃহীত।

তাঁর বয়স ঠিক কত, সেই নিয়ে বিস্তর চর্চা। কেউ বলে তিনি চল্লিশোর্ধ্ব, কারও কথায় তিনি নাকি পঞ্চাশের কোঠায়। অনেকেরই কৌতূহল, জয়া আহসান ত্বক কী ভাবে এমন টানটান মৃসণ। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চেহারার ঔজ্জ্বল্য। এই নিয়ে নানা গুঞ্জন। অনেকেই বলেন, অভিনেত্রী শুধু মুখে নয়, সারা শরীরে অস্ত্রোপচার করিয়েছেন। সত্যিটা কী?

Advertisement

যৌবন ধরে রাখতে কখনও বোটক্স, কখনও ফিলারের সাহায্য নেন বলিউডের নায়িকারা। সম্প্রতি অভিনেত্রী শেফালী জরীওয়ালার মৃত্যুর পর নায়িকাদের যৌবন ধরে রাখার এই তাগিদের দিকটাই যেন আবার প্রকাশ্যে আসে। যত বার যৌবন ধরে রাখার প্রসঙ্গ এসেছে, তত বার অভিনেত্রী রেখা চর্চায় এসেছেন। চিরসুন্দরী রেখা, যাঁর বয়স ৭০ পেরিয়ে গিয়েছে। কিন্তু দেখে বোঝার জো নেই! তাঁর চেহারার জৌলুস এবং ব্যক্তিত্বের গ্ল্যামারের কাছে হার মেনেছে বয়সও। তিনি যেন চিরযৌবনা। তাঁর টানটান মসৃণ চেহারা সকলের কাছেই ঈর্ষণীয়। ঠিক একই ধরনের চর্চা অভিনেত্রী মলাইকা অরোরাকে নিয়েও। তাঁকে দেখেও নাকি বয়স বোঝার উপায় নেই।

এই একই ধরনের কৌতূহল বাংলাদেশের জয়াকে নিয়ে। কখনও এই নিয়ে তেমন কোনও মন্তব্য না করলেও অবশেষে এই প্রসঙ্গে বাংলাদেশের একটি পডকাস্ট অনুষ্ঠানে বলেন, ‘‘মানুষ বলে, আমার পুরো শরীরে, মাথা থেকে পা পর্যন্ত নাকি প্লাস্টিক সার্জারি করা। বোটক্স, এটা–সেটা (ব্যবহার করি)—এগুলো বলে মানুষ। অনেকে ভাবে এ সব মন্তব্য দেখি না। আমি কিন্তু দেখি মাঝেমধ্যে। কমেন্ট বক্স দেখলে আমাদের দেশের পুরুষদের মানসিকতা বোঝা যায়।’’ তবে শুধু জয়া নন, টলিউডে একাধিক নায়িকাকে নিয়ে এই একই গুঞ্জন। বলিউড নায়িকাদের অনেকেই এ কথা স্বীকার করলেও, বাকিরা অবশ্য যৌবন ধরে রাখার প্রক্রিয়া নিয়ে মুখ খোলেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement