Ira Khan

দীর্ঘ আট বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছিলেন আমির-কন্যা, এখন কি পুরোপুরি সুস্থ আইরা?

বাবা আমির খান ও মা রিনা দত্তের বিচ্ছেদ তাঁর উপর প্রভাব ফেলেছিল। নিজেই সেই কথা জানিয়েছিলেন আইরা। মাঝে অবস্থার আরও অবনতি হয়। বর্তমানে কেমন আছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৭:৩৯
Share:

এখন কেমন আছেন আমির-কন্যা আইরা? ছবি: সংগৃহীত।

বাবা আমির খান ও মা রিনা দত্তের বিচ্ছেদ প্রভাব ফেলেছিল মেয়ে আইরা খানের উপর। অবসাদে ভুগতে শুরু করেছিলেন। যদিও স্বামী নূপুর জীবনে আসার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। গত আট বছর ধরে তিনি ওষুধ খাচ্ছেন, চলছে চিকিৎসা। সম্প্রতি আইরা জানান, তিনি থেরাপির শেষ সেশন সেরেছেন। আত্মতৃপ্তির সুরে বলেন, “অবসাদের সঙ্গে লড়াইয়ের পরীক্ষায় পাশ করেছি।’’

Advertisement

বহু বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছেন আইরা। নিজের ভিতরের অস্থিরতার কথা সব সময় খোলাখুলিই আলোচনা করেছেন তিনি। এ বার তিনি জানান, নিয়মিত চিকিৎসা আপাতত শেষ মানেই এমন নয় যে তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন। এখনও ওষুধ খেয়ে যেতে হবে তাঁকে। আইরা বলেন, ‘‘আমাকে আর কোনও থেরাপি নিতে হবে না। কারণ, আমার চিকিৎসক আমাকে নিয়ে আত্মবিশ্বাসী। আমি নিজেই নিজের বাকি জীবনটা চালনা করতে পারব। অন্যদের যত্ন নিতে পারব। শুধু তা-ই নয়, আমি সুস্থ ভাবে, আনন্দ করে বাকি জীবনটা কাটাতে পারব বলেই জানিয়েছেন তিনি। ভবিষ্যতে একই ধরনের সমস্যা হলে সামলে নিতে পারব। যদি না পারি তবে সাহায্য চাইব।’’ প্রায় আট বছরের দীর্ঘ লড়াই শেষ হতেই তিনি বলেন, ‘‘হয়তো এটা বলার মতো কিছু নয়, তাও মনে হচ্ছে পাশ করে গিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement