(বাঁ দিকে) প্রথম স্ত্রী প্রকাশের সঙ্গে ধর্মেন্দ্র (ডান দিকে) ববি দেওল। ছবি: সংগৃহীত।
বলিউডে তিন দশক কাটিয়ে সাফল্য পেলেন ববি দেওল। বাবা ধর্মেন্দ্র, দাদা সানি দেওল — দু’জনেই প্রতিষ্ঠিত অভিনেতা। বাড়িতে সকলের আদরের ববি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটবেলার কথা মনে করে ববি বলেন, অনেক দিন পর্যন্ত রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমোতেন। তাঁদের মাঝেও শুতেন। যদিও এটা অস্বাভাবিক বলে ভাবতে নারাজ ববির কথায়, ‘‘ভারতীয় পরিবারে এমনটা হয়েই থাকে।’’
জুহু এলাকায় একটি বাংলোতে বাবা-মা, ভাইবোনদের সঙ্গে থাকতেন ববি। অভিনেতা জানান, ওই বাংলোয় নাকি ছিল ঘরের সমস্যা। তাই উপরে বাবা-মায়ের সঙ্গে এক ঘরে থাকতেন তিনি। অন্য দিকে তাঁর বাকি ভাইবোনেরা থাকত নীচের ঘরে। ববির কথায়, ‘‘মা আমাকে বলতেন, নীচে ভাইবোনদের সঙ্গে শুতে। আমি যেতাম না। কারণ, বাবা-মায়ের সঙ্গে শোয়া অস্বাভাবিক তো নয়! আর বাবার অভ্যাস ছিল রাতে আলো জ্বালিয়ে শোয়ার। তাই অন্ধকারে আমিও শুতে পারি না। বিয়ের পর স্ত্রী তান্যার সঙ্গে এই নিয়ে ঝগড়া হত। যদিও এখন মেঝেতে রাতে আলো জ্বলার ব্যবস্থা করেছি। কিন্তু অন্ধকারে শুতে পারি না।’’
তবে এই শোয়া নিয়ে তাঁর মজার খুনিসুটি হত মায়ের সঙ্গে। অভিনেতা জানান, তাঁর মা যখন পঞ্জাব যেতেন, তখন বাবার সঙ্গে একঘরে শুতে বলে যেতেন। তখন অবশ্য ববি বায়না করতেন, যদিও শেষে মায়ের কথা মেনে নিতেন।