Parineeti Chopra

পুত্রসন্তানের মা হয়েছেন, এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি, বাড়ি ফেরার আগে কী জানালেন পরিণীতি?

সবে দু’দিন আগে মা হয়েছেন পরিণীতি চোপড়া। তাঁদের সন্তান আগমনের খুশিতে অজস্র মানুষ শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। পাল্টা কী লিখলেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৫:১৪
Share:

পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত।

দীপাবলির একদিন আগে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি চোপড়া। মাতৃত্বকালীন অবস্থায় বেশিরভাগ সময়টা দিল্লিতেই কাটিয়েছেন। মাঝেমধ্যে সেখান থেকে নানা মজার ভিডিয়ো ভাগ করে নিতেন অভিনেত্রী। দিন কয়েক আগে আট মাসের গর্ভাবস্থার ভিডিয়ো পোস্ট করেন। অনেকেই ধরে নেন হয়তো আরও কিছুটা সময় আছে তাঁর হাতে। কিন্তু দীপাবলির আগেই সুখবর দেন অভিনেত্রী।

Advertisement

স্বামী রাঘব চড্ডা রাজনীতির মানুষ। অন্যদিকে পরিণীতি অভিনেত্রী। তাঁদের সন্তান আগমনের খুশিতে দুই ক্ষেত্রের চেনাজানা মানুষেরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন। তাঁদের উদ্দেশে অভিনেত্রী লেখেন, ‘‘শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য সকলকে ধন্যবাদ। সকলকে আলাদা করে উত্তর দিতে পারিনি। কিন্তু আপনাদের ভালবাসা আমাদের কাছে পৌঁছেছে। আমরা কৃতজ্ঞ ও ভালবাসায় পূর্ণ।’’ প্রথম সন্তানের আগমনে অসম্ভব খুশি রাঘব-পরিণীতি। যদিও অতীতে এক সাক্ষাৎকারে পরিণীতি জানান, একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। পরিণীতি বলন, ‘‘আমি প্রচুর শিশু দত্তক নিতে চাই। এ ছাড়াও একাধিক সন্তান চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement