Asrani

নীরবেই চলে গেলেন আসরানী, মৃত্যুর আগে স্ত্রীকে কোন ইচ্ছের কথা বলে যান অভিনেতা?

শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর দীপাবলির সন্ধ্যায় আসরানীর পরিবারের তরফ থেকে অভিনেতার প্রয়াণের খবর দেওয়া হয়। অভিনেতার শেষ ইচ্ছে কী ছিল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৪:১২
Share:

স্ত্রী মঞ্জু আসরানীর সঙ্গে প্রয়াত অভিনেতা। ছবি: সংগৃহীত।

৮৪ বছর বয়সে প্রয়াত অভিনেতা আনসারী। দিন কয়েক ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষের দিকে ফুসফুসে সংক্রমণ হয়ে মৃত্যু হয় তাঁর। যদিও অভিনেতার প্রয়াণের পর শেষকৃত্য সম্পন্ন হয়েছে দীপাবলির সন্ধ্যায়, সোমবারেই। তার পরে তাঁর পরিবারের তরফ থেকে অভিনেতার মৃত্যুর খবর দেওয়া হয়।

Advertisement

কৌতুকাভিনেতার প্রকৃত নাম গোবর্ধন আসরানী। তাঁর ঝুলিতে রয়েছে ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মেরে আপনে’, ‘বাওয়ার্চি’, ‘অভিমান’, ‘সরগম’-এর মতো জনপ্রিয় ছবি। সত্তরের দশকে রমেশ সিপ্পির ‘শোলে’ ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র বা আমজাদ খানের পাশাপাশি তাঁর অভিনীত ‘জেলার’ চরিত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। ওই চরিত্রের সংলাপ এখনও দর্শকের মুখে মুখে শোনা যায়। প্রায় সাড়ে ৩০০ হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। পাঁচ দশকের অভিনয়জীবনের ইতি ঘটে এ দিন। অনেকেই প্রশ্ন তোলেন, কেন সব কিছু হয়ে যাওয়ার পর সকলকে জানানো হল অভিনেতার মৃত্যুর খবর। অভিনেতা-পত্নী মঞ্জু আসরানী জানান, এটাই ইচ্ছে ছিল অভিনেতার। মঞ্জুর কথায়, ‘‘আসরানী বলে গিয়েছিলেন আমি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মরতে চাই। আমার মৃত্যুর পর আমি সংবাদমাধ্যমের প্রচার চাই না।’’ অভিনেতার বলে যাওয়া কথামতো পরিবারের ঘনিষ্ঠদের মাঝে সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement