অর্চনা পূরণ সিংহের চাট খেতে গিয়ে মার খেলেন পুত্র। ছবি: সংগৃহীত।
অভিনয়ের পাশাপাশি অর্চনা পূরণ সিংহ এখন জনপ্রিয় ‘ভ্লগার’। দেশ-বিদেশে নানা ভ্রমণক্ষেত্র থেকে ‘ভ্লগ’ করেন। মূলত নিজেদের জীবনের রোজনামচা তুলে ধরেন দর্শকের কাছে। অভিনেত্রী একা নয়, সঙ্গে রয়েছেন স্বামী পরমীত শেঠী ও দুই ছেলে আর্যমন ও আয়ুষ্মান। এ বার দিল্লিতে চাট খেতে গিয়ে বিপত্তির মুখে পড়লেন ছেলে আর্যমন।
সপরিবার গিয়েছিলেন দিল্লি। কাজের ফাঁকে ভেবেছিলেন খানিক ভ্লগও করে আনবেন। বাবা পরমীতের পছন্দ দিল্লির চাট। তাই ভাবেন সকলে মিলে চাট খেতে যাবেন। দোকানের সামনে নামতেই ভিড় জমে যায় অর্চনা ও পরমীতকে দেখে। আর্যমন বলেন, ‘‘মা –বাবা খুবই জনপ্রিয়। মানুষ তাঁদের ভালবাসেন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়লেন সকলে। আমি সামাল দিতে গেলাম। যা চড়-থাপ্পড়, গুঁতো খেলাম— ভাষায় প্রকাশ করা যায় না। এমনকি লোকে পায়ে চাপা দিয়ে চলে যাচ্ছে। একটা ছবি তুলবে বলে। কেউ কেউ তো আমাকেও বলছে, একটা ছবি তুলে দিন না!’’ এত পর্যন্ত বলেই খানিক আক্ষেপের সঙ্গে অর্চনাপুত্রের মন্তব্য, ‘‘এর পরেও নাকি আমি ছবি তুলে দেব! সোজা প্রত্যাখ্যান করেছি।’’ ছেলের এমন মার খাওয়ার ঘটনায় সমবেদনার জায়গায় উল্টে হাসাহাসি করেছেন অর্চনা।