Arijit Singh

স্বজনবিয়োগ অরিজিতের, স্ত্রী কোয়েলকে নিয়ে স্কুটিতে শ্মশানে পৌঁছন গায়ক

বছর দুয়েক আগে মাকে হারিয়েছিলেন অরিজিৎ সিংহ। সেই ক্ষত এখনও তাজা। ফের স্বজনবিয়োগ গায়কের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

জিয়াগঞ্জ শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২১
Share:

অরিজিৎ সিংহ। ছবি: সংগৃহীত।

২০২১ সালে কোভিডে মৃত্যু হয় গায়ক অরিজিৎ সিংহের মা অদিতি সিংহের। এ বার ফের স্বজনবিয়োগ। মায়ের পর এ বার অরিজিৎ হারালেন তাঁর দিদা ভারতী অধিকারীকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২। রবিবার দুপুরে প্রয়াত হন ভারতী দেবী। রবিবার স্ত্রী কোয়েল সিংহকে স্কুটিতে বসিয়ে জিয়াগঞ্জ শ্মশানে যেতে দেখা যায় অরিজিৎকে।

Advertisement

বার্ধক্যজনিত কারণে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন গায়কের দিদা। শিবতলা ঘাটের নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতীদেবী। জিয়াগঞ্জ শহরের গঙ্গা তীরেই রয়েছে মহাশ্মশান, সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় ভারতী দেবীর। সেখানে অরিজিৎ, কোয়েল ছাড়াও উপস্থিত ছিলেন গায়কের বাবা সুরিন্দর সিংহ।

স্ত্রী কোয়েল সিংহের সঙ্গে শ্মশানে যাওয়ার পথে অরিজিৎ।

জিয়াগঞ্জের কামিনী দেবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা ছিলেন ভারতী দেবী। শৈশবে অরিজিতের গানের তালিম শুরু হয় দিদার কাছেই। দিদার হাত ধরেই সঙ্গীতগুরু রাজেন হাজারির কাছে সঙ্গীতচর্চা শুরু করেন গায়ক। স্বাভাবিক ভাবে মায়ের মৃত্যুর পর দিদার মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পী।

Advertisement

মাকে হারানোর বেদনা এখনও তাজা গায়কের মনে। দেশ-বিদেশে বিভিন্ন সময়ে যদি গায়ককে তাঁর মায়ের ছবি উপহার দেওয়া হয়, তা হলে এখনও আবেগঘন হয়ে পড়েন গায়ক। করোনা আক্রান্ত হওয়ার পর কলকাতায় নিয়ে এসে চিকিৎসা করান মায়ের। তবু শেষরক্ষা হয়নি। তার পর থেকে জিয়াগঞ্জের স্কুল, হাসপাতালের সার্বিক উন্নয়নের উদ্যোগ নেন অরিজিৎ। সম্প্রতি অরিজিৎ একটি স্কুল গড়ার কথা শোয়ের মাঝে জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিতের স্কুল নির্মাণের স্বপ্নে জমি দেবেন বলেই প্রতিশ্রুতি দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন