Aryan Khan

আরিয়ানের সঙ্গে প্রেমে কি সিলমোহর! শাহরুখ-পুত্রের চর্চিত প্রেমিকার মন্তব্যে জোর জল্পনা

ঝলক সাড়া ফেলেছে দর্শকের মধ্যে। এ বার নিজের সমাজমাধ্যমে সেই ঝলক ভাগ করে নিয়ে আরিয়ানকে বিশেষ বার্তা দিলেন লারিসা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৬:৪৪
Share:

আরিয়ানের সঙ্গে প্রেমে সিলমোহর লারিসার। ছবি: সংগৃহীত।

প্রেমের জল্পনায় কি সিলমোহর দিলেন আরিয়ান খানের চর্চিত প্রেমিকা লারিসা বোনেসি? রবিবার মুক্তি পেয়েছে শাহরুখ-পুত্র পরিচালিত প্রথম কাজের ঝলক, যা এরই মধ্যে সাড়া ফেলেছে দর্শকের মধ্যে। এ বার নিজের সমাজমাধ্যমে সেই ঝলক ভাগ করে নিয়ে আরিয়ানকে ‘বিশেষ বার্তা’ দিলেন লারিসা!

Advertisement

এই ঝলকে নাকি আরিয়ানকে হুবহু তাঁর বাবা শাহরুখের মতোই দেখতে লাগছে, এমনই দাবি দর্শকের। ঝলকের ভিডিয়োয় দেখা যাচ্ছে, আরিয়ান হেঁটে আসছেন এবং তার পরে তাঁর কণ্ঠে শোনা যাচ্ছে শাহরুখের ছবি ‘মহব্বতে’র জনপ্রিয় সংলাপ ‘এক লড়কি থি দিওয়ানি সি’। বাবার রূপে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের আসন্ন সিরিজ়ের অভিনেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন আরিয়ান। ঝলক নিয়েই আপাতত হইহই পড়ে গিয়েছে দর্শকের মধ্যে। লারিসা সেই ভিডিয়ো ভাগ করে লিখেছেন, “অপ্রতিরোধ্য, অতুলনীয়! সত্যিই বিশ্বসেরা!” এমনই ভূয়সী প্রশংসায় চর্চিত প্রেমিককে ভরিয়ে দিয়েছেন লারিসা। তিনি আরিয়ানের জন্য গর্বিত। কিন্তু ‘গর্বিত’ শব্দটি আরিয়ানের জন্যে খুবই তুচ্ছ বলেও মনে করেন তিনি।

এই প্রথম নয়। এর আগেও প্রকাশ্যে আরিয়ানের প্রশংসায় মেতেছেন লারিসা। গত ফেব্রুয়ারিতে আরিয়ানের এই সিরিজ়ের ঘোষণা হয়েছিল। সেই সময়েও আরিয়ানের প্রশংসা করে একটি পোস্ট করেছিলেন লারিসা। সেই সময়ে তিনি লিখেছিলেন, “এটাই সারা বিশ্বে সবচেয়ে প্রতীক্ষিত সিরিজ়। এই সিরিজ় তৈরি করছেন বিশ্বসেরা এবং অসাধারণ ব্যক্তি আরিয়ান খান।” তখন থেকেই লারিসা ও আরিয়ানের সম্পর্কের জল্পনা ঘনীভূত হতে শুরু করে।

Advertisement

গত বছর বর্ষবরণের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছিল আরিয়ান ও লারিসাকে। মধ্যরাতে সেই বর্ষবরণের পার্টি থেকে বেরোচ্ছিলেন আরিয়ান। সেই রাতে তাঁর পা পড়ছিল বেতালে। আরিয়ান যে আকণ্ঠ মদ্যপান করে ছিলেন সে দিন, ভিডিয়োয় তাঁর সেই বেতাল ‘পদক্ষেপ’ তেমনই ইঙ্গিত দিচ্ছিল। সেই একই পার্টি থেকে বেরিয়েছিলেন চর্চিত প্রেমিকা লারিসা। ‘গো গোয়া গন’, ‘ঠিক্কা’ নামের ছবিতে দেখা গিয়েছে লারিসাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement