Avika Gor Engagement

গালে উষ্ণ চুমু, হিনার মতোই চমকে দিয়ে বাগদান সারলেন ‘বালিকা বধু’ নায়িকা অবিকা

সদ্য বিয়ে করেছেন অভিনেত্রী হিনা খান। এ বার সুখবর শোনালেন অভিনেত্রী অবিকা গর। দীর্ঘ দিনের প্রেম পেল পরিণতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ২০:৪২
Share:

প্রেমিক মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে বাগদান সারলেন অবিকা। ছবি: সংগৃহীত।

রঙিন ঘাগরা, কুন্দনের গয়না, জোড়া ভ্রু, হাত-ভর্তি চুরি— ঠিক এ ভাবেই তাঁকে দর্শক চিনতেন। ছোট পর্দার ছোট্ট আনন্দী এখন লেডি। অভিনেত্রী অবিকা গরের জীবন নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। এখন সে ২৭ বছরের যুবতী। আচমকাই অভিনেত্রীর মিষ্টি ছবি ছড়িয়ে পড়েছে। সবাইকে সুখবর শোনালেন অভিনেত্রী। পাঁচ বছরের প্রেম পর্বের পর বাগদান সারলেন অবিকা। প্রেমিক মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “আমার জীবনের সবচেয়ে সহজ হ্যাঁ। আমি এতটাই নাটকীয়। ঠিক সিনেমার মতো হাওয়ায় শাড়ি উড়বে। এমনই স্বপ্নের জগতে আমি ভেসে বেড়াই। আর ও আমার সব স্বপ্নগুলো বাস্তবায়িত করে।”

Advertisement

চার বছর আগে প্রেমের পড়ার কথা সমাজমাধ্যমের পাতায় পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন অবিকা। লিখেছিলেন, “অবশেষে আমার প্রার্থনার ফল মিলেছে। আমার জীবনের ভালবাসার মানুষকে আমি খুঁজে পেয়েছি!” যদিও তাঁর জীবন সব সময় এমনই স্বপ্নের মতো কেটেছে, তা বলা অবশ্য ভুল। দেশের বাইরে একটি শো করতে গিয়ে যৌন হেনস্থার শিকার হন অবিকা। তাঁর নিরাপত্তারক্ষীর ছোঁয়াতেই অস্বস্তিতে পড়েন অভিনেত্রী।

কাজাখস্তানে একটি অনুষ্ঠান করতে যান অবিকা। মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় এক জন দেহরক্ষী তাঁকে অশালীন ভাবে স্পর্শ করেছিলেন। প্রথমটায় বুঝতে পারেননি অবিকা। দ্বিতীয় বার একই ঘটনা ঘটে। পিছন থেকে তাঁকে স্পর্শ করার চেষ্টা করেন তাঁর নিরাপত্তাকর্মীদের এক জন। দ্বিতীয় বার ঘটনাটি ঘটলে তাঁর হাত ধরে নেন অবিকা। সেই নিরাপত্তারক্ষী অবিকার কাছে পরে ক্ষমা চেয়ে নেন। তবে ঘটনার আকস্মিকতা হতবাক করেছিল অবিকাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement