ইদের দিনে কার কথা মনে পড়ছে আরিফিনের? ছবি: সংগৃহীত।
‘এইখানে তোর দাদীর কবর , ডালিম গাছের তলে...’, জসীম উদ্দীনের লেখা ‘কবর’ কবিতার কথা মনে আছে? এক বৃদ্ধের স্বজন হারানোর ছবি যে কবিতার ছত্রে ছত্রে। ইদের আনন্দে সবাই যখন উদ্যাপনে ব্যস্ত তখন মায়ের কবরের সামনে এ ভাবেই বিধ্বস্ত অভিনেতা আরিফিন শুভ। চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় একা দাঁড়িয়ে রয়েছেন তিনি। কয়েক বছর আগেও ইদের দিনটা তাঁর কাছে ছিল বড়ই আনন্দের। কিন্তু মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মুখের হাসিও যেন চলে গিয়েছে। তাই ইদে মায়ের কবরে সামনেই শান্তি খুঁজতে গিয়েছিলেন অভিনেতা। মাথায় ছাতা। দু’চোখ ভরা জল। মুষলধারে বৃষ্টি। যে ছবিটি পোস্ট করেছেন অভিনেতা, সেখানে নায়ককে খুবই আবেগপ্রবণ বলে মনে হচ্ছে।
অভিনেতা লেখেন, “মা, তোমার মনে আছে? ছোটবেলায় ইদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই, তুমি কী বলতে আমাকে? আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম। তুমি কি চিনতে পেরেছ আমার ইদের জামার কাপড়টা? আমার গলার চেন খেয়াল করেছিলে?”
প্রতি দিন যে মাকে মনে পড়ে তাঁর, তা নায়কের লেখাতেই স্পষ্ট। এক বছর আগে মাকে হারিয়েছেন অভিনেতা। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মা চলে যাওয়ার পর অভিনেতা সমাজমাধ্যমের পাতা। লিখেছিলেন, “২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এর পর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে।”