Shakib Khan Controversy

শাকিব খান, মিষ্টি জন্নাতের সম্পর্ক নিয়ে বিতর্ক জারি, এর মাঝে অন্ধকার নেমে এল নায়িকার জীবনে!

এ বার শাকিবের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী মিষ্টি জন্নাতের। এক ফ্রেমে মাঝে মাঝেই দেখা যাচ্ছে তাঁদের। বিমানে পাশাপাশি শাকিব আর জন্নাতের ছবি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৭:২৩
Share:

কী ঘটল মিষ্টি জন্নাতের জীবনে? ছবি: সংগৃহীত।

শাকিব খানের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব চোখ এড়ায়নি অনুরাগীদের। দর্শকের একাংশ ধরে নিয়েছিলেন, অপু বিশ্বাস, শবনম বুবলীর পরে এ বার নায়কের জীবনের নতুন প্রেম মিষ্টি জন্নাত। তাঁকে বহু বার এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। কিছু দিন আগে শাকিবকে নিয়ে নিজের যা যা বক্তব্য সবই উগরে দেন অভিনেত্রী। এক দিকে যখন অভিনেতাকে নিয়ে বিতর্ক থামছে না, সেই সময়ই জন্নাতের জীবনে নেমে এল অন্ধকার। সবচেয়ে কাছের মানুষটিকে হারালেন অভিনেত্রী। বুধবার ভোরবেলা বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন অভিনেত্রী। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মাঝে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তখন সুস্থ হয়ে বাড়ি নিয়ে আসা হয় তাঁকে। কিন্তু ২৯ জুলাই আচমকাই তাঁর শরীরের অবনতি ঘটে। তার পরে সব শেষ।

Advertisement

অভিনেত্রীর কাজ নিয়ে যত না আলোচনা হয়, ইন্ডাস্ট্রিতে তাঁর ব্যক্তিগত সমীকরণ নিয়ে হয় বেশি কাটাছেঁড়া। সম্প্রতি নিজের বিরক্তি সকলের সামনে প্রকাশ করেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, “শাকিব খানকে নিয়ে কোনও কথা বলতে চাই না। সবাইকে পরিষ্কার করে বলতে চাই, নায়ক তো সারাক্ষণ নানা সাক্ষাৎকার দিচ্ছেন। সেখানেই ওঁকে আপনারা প্রশ্ন করুন এই বিষয়ে। তা হলেই সব মিটে যাবে।”

প্রসঙ্গত, শাকিবকে নিয়েও বিতর্কের শেষ নেই। তিনি তৃতীয় বিয়ে করবেন কি করবেন না? তা নিয়ে নানা জনের নানা মত। শোনা যাচ্ছে, গত দু’বার নিজের পছন্দে বিয়ে করে সুখী হতে পারেননি শাকিব। তাই এ বার নাকি পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন তিনি! শোনা যাচ্ছে, এ বার আর অভিনেত্রী নন, এক চিকিৎসক পাত্রীকেই পছন্দ হয়েছে অভিনেতার। আমেরিকা থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বাংলাদেশে ফিরেছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকেই ফের ঘর বাঁধতে পারেন শাকিব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement