রিয়া মণিকে কেন তলাক দিলেন হিরো আলম? ছবি: সংগৃহীত।
আবার বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের ইউটিউবার হিরো আলম। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রাক্তন স্ত্রী রিয়া মণি একাধিক অভিযোগ তুলেছেন আলমের বিরুদ্ধে। ঠিক কী ঘটেছে? সবটা জানালেন বাংলাদেশের ইউটিউবার। স্ত্রী রিয়া মণির সঙ্গে এক বার বিচ্ছেদ হয়েছিল তাঁর। তার পরে আবার তাঁরা একসঙ্গে থাকছিলেন। এই ঘটনার পর আবার কী ঘটল?
হিরো আলমের দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ। স্ত্রী রিয়া মণি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ আলমের। তিনি বলেন, “রিয়া মণি আমার সঙ্গে প্রতারণা করেছে। আমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য পুরুষের সঙ্গে ঘোরাফেরা করছিল। এমনকি থেকেও যাচ্ছিল। এলাকার বাসিন্দা জানতে পেরে রিয়ার প্রেমিককে গণধোলাই দেয়। সেই দোষই আমার ঘাড়ে চাপানো হয়েছে। রিয়ার মনে হয়েছে, আমি লোক লাগিয়ে মার খাইয়েছি ওঁর প্রেমিককে। যে কারণে, আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”
এখন কী করবেন বাংলাদেশের ইউটিউবার? আলমের দাবি, তিনি কিছু দিনের মধ্যেই আদালতে যাবেন। তিনি যোগ করেন, “আমায় হাজিরার তারিখই জানানো হয়নি। তাই আদালতে হাজিরা দিতে পারিনি। কিন্তু আমি এর মধ্যেই আদালতে যাব।” রিয়ার সঙ্গে কি তবে বিবাহবিচ্ছেদ হয়েছে আলমের? তিনি বলেন, “বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে তখনই রিয়াকে তলাক দিই আমি। তার পর দুধ দিয়ে স্নান করে শুদ্ধ হই। আর বাংলাদেশের কোনও মেয়েকে বিয়ে করব না। কলকাতার মেয়েকে বিয়ে করতে চাই।” রিয়ার সঙ্গে দু’বার বিয়ে ভেঙেছে হিরো আলমের। আর এই সম্পর্কে ফিরতে রাজি নন তিনি।