প্রারব্ধি এবং অস্মিতার সঙ্গে কী ঘটেছে? ছবি: সংগৃহীত।
পাতে পচা খাবার আর দুর্ব্যবহার— শান্তিনিকেতনে বেড়াতে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভাবেননি অভিনেতা প্রারব্ধি সিংহ এবং অস্মিতা চক্রবর্তী। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক শেষ হওয়ার পর বান্ধবী অস্মিতা এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বোলপুর যাওয়ার পরিকল্পনা করেছিলেন অভিনেতা। কিন্তু দুই দিনের বেড়ানো খুব একটা আনন্দের হল না তাঁদের। কী ঘটেছে?
অস্মিতা এবং প্রারব্ধি দুজনেই ছোটপর্দার চেনা মুখ। বিশ্বকর্মাপুজোর ছুটি পেয়েছিলেন। তাই শান্তিনিকেতন ঘুরে আসার পরিকল্পনা করেছিলেন। ছুটির দিন, তাই যে হোটেলে থাকছিলেন সেখানে কর্মী কম ছিল। ফলে কাছের একটি জনপ্রিয় হোটেল থেকে খাবার আনিয়েছিলেন। পাঁঠার মাংস অর্ডার করেছিলেন।
প্রারব্ধি বললেন, “আমার বন্ধুরা খেতে ভালবাসে। তাই খাবারে গন্ডগোল হলে মনখারাপ হয়ে যায় ওদের। সে দিন রাতে একটা মাংসও খাওয়ার যোগ্য ছিল না। মুখে দিতেই বুঝতে পারি মাংসটা টক। যদিও নিজেদের ভুল স্বীকার করতে চায়নি হোটেল কর্তৃপক্ষ। অস্মিতার সঙ্গেও খুব খারাপ ব্যবহার করেছে।”
সকালে যখন একই হোটেলে তাঁরা খেতে যান, তখন প্রারব্ধি কিছু খাবে না বলেছিলেন। কিন্তু বান্ধবী অস্মিতা ‘থালি’ খাবেন বলে ঠিক করেন। অভিনেতা জানিয়েছেন, তখন তিনি ভেবেছিলেন অস্মিতার থেকেই দু’চামচ ভাত খেয়ে নেবেন। প্রারব্ধি যোগ করেন, “আমার কথা শুনেই হোটেলের কর্মী বলেন, এখানে ভাগ করে খাওয়া যায় না। খেলে পুরো ‘থালি’ অর্ডার করতে হবে। জঘন্য ব্যবহার করে আমাদের সঙ্গে। তখনই অস্মিতা রাগ ধরে রাখতে না পেরে ভিডিয়ো করে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে।”
এই মুহূর্তে অস্মিতাকে দর্শক দেখছে ‘পরিণীতা’ ধারাবাহিকে। আর প্রারব্ধি নতুন ধারাবাহিকের প্রস্তুতি নিতে ব্যস্ত। সম্ভবত, গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের আগামী ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে।