Entertainment News

নেদারল্যান্ডসে একটি বিশেষ টিউলিপ ফুলের নাম ঐশ্বর্যা

১৯৯৪-এ মিস ওয়ার্ল্ডের খেতাব জয়। তাঁর ফ্যানেরা মনে করেন, ঐশ্বর্যার মতো সুন্দরী পৃথিবীতে খুব কমই রয়েছেন। বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তাও নজরকাড়া। ১ নভেম্বর তিনি বার্থডে গার্ল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ১৯:৫০
Share:
০১ ১০

বুধবার ৪৪ বছরের জন্মদিন প্রাক্তন বিশ্বসুন্দরী এবং বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাইয়ের।

০২ ১০

নিজে বহু ভাষায়, বহু ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্যা। তাঁর প্রিয় ছবি কোনটি জানেন? ইনগ্রিড বার্গম্যান অভিনীত ‘কাসাব্লাঙ্কা’ তাঁর সবচেয়ে পছন্দের ফিল্ম। বলিউডে কোনও দিন এ ছবির রিমেক হলে, অভিনেত্রীও নাকি তিনিই হতে চেয়েছেন।

Advertisement
০৩ ১০

ঐশ্বর্যার শখ কী জানেন? রীতিমতো কালেকশন রয়েছে তাঁর কাছে। ঘড়ি ও সোনার গয়না। এই দুয়ের প্রতি অসম্ভভ ভালবাসা অভিনেত্রীর।

০৪ ১০

২০০৫-এ ব্রিটেনে লিমিটেড এডিশনের একটি পুতুল তৈরি হয়েছিল। সেই পুতুলের মুখ হয়েছিল হুবহু ঐশ্বর্যার মতো। কয়েক মিনিটের মধ্যেই নাকি সেই পুতুলগুলি বিক্রি হয়ে গিয়েছিল।

০৫ ১০

জীবনে প্রথম ক্যামলিন পেন্সিলের বিজ্ঞাপনে শুটিং করেছিলেন ঐশ্বর্যা। এর পর মডেলিং, বিশ্বসুন্দরী প্রতিযোগিতা এবং বলিউডের সেরা অভিনেত্রীর খেতাব জয় করেছেন নায়িকা।

০৬ ১০

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন তিনি।

০৭ ১০

নেদারল্যান্ডসের কিওকিনহফ গার্ডেনে একটি বিশেষ প্রজাতির টিউলিপ ফুলের নামকরণ করা হয়েছে ঐশ্বর্যার নামে। ২০০৫ সালে সে দেশে ঐশ্বর্যার জনপ্রিয়তা বিচার করেই তাঁকে সম্মান জানানো হয়েছিল এ ভাবে।

০৮ ১০

মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যই ‘রাজা হিন্দুস্তানী’ ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বর্যা।

০৯ ১০

ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় ‘চোখের বালি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এখনও পর্যন্ত ‘চোখের বালি’ তাঁর একমাত্র বাংলা ছবি।

১০ ১০

কোনও দিনই অভিনেত্রী হতে চাননি ঐশ্বর্যা। ছোটবেলায় জুলজি নিয়ে পড়াশোনা করতেন তিনি। মেডিসিন নিয়ে পড়ার ইচ্ছে ছিল নায়িকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement