Manushi Chhillar

অম্বানীদের বিয়েবাড়িতে বীরের সঙ্গে ঘনিষ্ঠতা, সম্পর্কের গুজব! কী জবাব দিলেন মানুষী চিল্লার?

তিনি নাকি বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন। গুঞ্জন জোরালো হতেই মুখ খুললেন মানুষী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৪:১৬
Share:

(বাঁ দিকে) মানুষী চিল্লার। বীর পাহাড়িয়া (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেত্রী এবং প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লারের ব্যক্তিগত জীবন সব সময়েই চর্চায় থাকে। বলিউডে গুঞ্জন ছড়িয়েছে মানুষী নাকি অভিনেতা বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন। অক্ষয় কুমারের বিপরীতে সম্প্রতি ‘স্কাই ফোর্স’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন বীর।

Advertisement

কিন্তু সম্প্রতি একটি সাক্ষৎকারে এই গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন মানুষী। তিনি বীরকে ‘ভাল বন্ধু’ হিসেবেই উল্লেখ করেছেন। মানুষী বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক ভুল তথ্য লেখা হয়। বান্ধবীদের সঙ্গে বেশি সময় কাটাই বলে এটা মনে করার কোনও কারণ নেই যে আমার পুরুষদের প্রতি কোনও আকর্ষণ নেই। আর কোনও পুরুষের সঙ্গে ঘুরতে বেরনোর অর্থ কি আমরা সম্পর্কে রয়েছি!”

মানুষী জানিয়েছেন, এখন তিনি এ সব গুজবের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। কোনও অভিনেতা এবং অভিনেত্রীকে একসঙ্গে দেখা গেলে তাঁদের নিয়ে যে গুজব শুরু হয়, তা দেখে তিনি এখনও বিস্মিত হন। গত বছর জুলাই মাসে অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে প্রথম মানুষী এবং বীরের ছবি ভাইরাল হয়। তবে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি বীরের সঙ্গে সম্পর্কে নেই। অভিনেত্রীর কথায়, “বেচারা বীর! না না, এ রকম কোনও ঘটনাই ঘটেনি। ও আমার খুব ভাল বন্ধু। বিয়ের অনুষ্ঠানে কাউকে চিনতাম না। ও আমাকে শুধু সঙ্গ দিয়েছিল। তার বেশি আমাদের মধ্যে কিছু ঘটেনি।”

Advertisement

২০২১ সাল থেকে ব্যবসায়ী নিখিল কামাথের সঙ্গে সম্পর্কে ছিলেন মানুষী। গত বছর যুগলের বিচ্ছেদ হয়। অন্য দিকে বীর বলিউডে পা রাখার আগে অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে সম্পর্কে ছিলেন বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement