শাহরুখ-ক্যাটরিনা-অনুষ্কার সুপারহিট ছবি। যশ চোপড়া পরিচালিতশেষছবি। এই ছবির নাম প্রথমে ঠিক হয়েছিল ‘ইয়ে কাহা আ গয়ে হাম’। কিন্তু এই নাম পরে পাল্টে ফেলা হয়। সম্ভবত যশ চোপড়াই পরে এই নাম পরিবর্তন করেছিলেন।
যশ চোপড়ার ‘বীর জারা’ ছবির নামও প্রথমে ঠিক করা হয়েছিল ‘ইয়ে কাহা আ গয়ে হাম’। তবে পরে নাম বদলানো হয়। কী কারণে এই নাম পরিবর্তন তা অবশ্য জানা যায়নি।
এই ছবির নাম প্রথমে ঠিক হয়েছিল ‘বীল্লু বারবার’। পরে অভিযোগ ওঠে, ছবির নামে ‘বারবার’ অর্থাত্ নাপিত শব্দের ব্যবহারে সেই সম্প্রদায়কে আঘাত করা হচ্ছে। এর পরই মুক্তির আগে বদল করা হয় ছবির নাম। পাল্টে হয় শুধু ‘বীল্লু’।
ছবির প্রথম নাম ‘রামলীলা’ নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। একটি হিন্দু গোষ্ঠী আপত্তি তোলেছবির নাম নিয়ে। যদিও ছবিটি ‘রোমিও জুলিয়েট’ থেকে অনুপ্রাণিত।এফআইআর দাখিলের পর ছবির নাম পরিবর্তন করেন পরিচালক সঞ্জয় লীলা ভংশালি। নাম পাল্টে হয় ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’।
শাহিদ কপূর ও সোনাক্ষীর এই ছবির প্রথমে নাম ঠিক করা হয় ‘র্যাম্বো রাজকুমার’। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রভু দেবা পরিচালিত এই ছবির নাম ভাল নয় বলে বিভিন্ন মহল থেকে ইঙ্গিত পান তিনি। পরে তিনিই এর পরিবর্তন করে ‘আর রাজকুমার’ রাখেন।
ইমরান খান ও কঙ্গনা রানাউতের রোম্যান্টিক কমেডি ছবির প্রথমে নাম রাখা হয়েছিল ‘শালি কুতিয়া’। পরে পরিচালক নিখিল আডবাণী নাম বদল করে রাখেন ‘কাট্টি বাট্টি’।
ইমতিয়াজ আলি পরিচালিত সইফ-দীপিকার এই লভস্টোরির নাম প্রথমে ছিল ‘ইলাস্টিক’। কিন্তু নামে রোমান্সের কোনও আভাস না থাকাতেই পরে নাম বদল করে রাখা হয় ‘লভ আজ কাল’। ইমতিয়াজ নাকি ‘তামাশা’ ছবিরও প্রথমে নাম রেখেছিলেন ‘উইন্ডো সিট’।
শ্রীলঙ্কার গৃহযুদ্ধ নিয়ে ছবি। জন আব্রাহাম অভিনীত ছবির নাম প্রথমে রাখা হয়েছিল ‘জাফনা’। তবে নামে নেতিবাচক ইঙ্গিত থাকার কারণেই নাকি পাল্টে করা হয় ‘মাদ্রাজ ক্যাফে’।
বলিউডের ‘ভাইজান’ সলমন খানের ছবি। নাম হবে ‘মেন্টাল’? তেলুগু ছবি ‘স্তালিন’ থেকে অনুপ্রাণিত এই ছবির প্রথম নাম এটাই ছিল। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘জয় হো’।