সল্লুভাইয়ের পাশে প্রায় গোটা বলিউড!

‘সল্লুভাইয়া’র পাশেই দাঁড়িয়ে গেল প্রায় গোটা বলিউড। ‘হিট অ্যান্ড রান’ মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যকে মুম্বই হাইকোর্ট ‘পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়’ বলায় তেরো বছর পর কার্যত স্বস্তির ইঙ্গিত পেয়েছেন অভিনেতা সলমন খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৫ ২২:১২
Share:

‘সল্লুভাইয়া’র পাশেই দাঁড়িয়ে গেল প্রায় গোটা বলিউড।

Advertisement

‘হিট অ্যান্ড রান’ মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যকে মুম্বই হাইকোর্ট ‘পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়’ বলায় তেরো বছর পর কার্যত স্বস্তির ইঙ্গিত পেয়েছেন অভিনেতা সলমন খান।

এতেই খুশির বন্যা বয়ে গিয়েছে বলিউডে। দিনভর একের পর এক টুইট এসেছে পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রীদের। তাঁরা সকলেই অভিনন্দন জানিয়েছেন ‘সল্লুভাইয়া’কে।

Advertisement

প্রযোজক-পরিচালক সুভাষ ঘাই তাঁর টুইটে লিখেছেন, ‘‘ঈশ্বর সব সময়েই ভাল মানুষের পাশে থাকেন। সল্লু, গত তেরো বছর ধরে যে খাঁড়াটা তোমার ওপর ঝুলছিল, সেটা সরে গেল। এখন ঈশ্বর তোমাকে দু’ হাত ভরে আশীর্বাদ করছেন।’’

‘হাম আপকে হ্যায় কন’ থেকে শুরু করে ‘প্রেম রতন ধন পায়ো’ পর্যন্ত একের পর এক ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করা অনুপম খেরও দারুণ খুশি। টুইটে অনুপম লিখেছেন, ‘‘আমি দারুণ দারুণ খুশি। তেরো বছর পর হলেও সত্যেরই জয় হয়েছে।’’

খুশিতে ডগমগ স্ক্রিপ্ট-লেখক ও পরিচালক মিলাপ জাভেরিও। টুইট করেছেন, ‘‘অভিনন্দন সলমন। ন্যয়েরই জয় হয়েছে।’’

চলচ্চিত্র পরিচালক অশোক পণ্ডিতও ‘সল্লুভাইয়া’কে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন, ‘‘যাঁরা ওঁকে (সলমন) এত দিন সন্দেহের চোখে দেখে এসেছেন, তাঁদের এ বার সলমন ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চাওয়া উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন