Entertainment News

সত্যি নাকি! গোপনে বিয়ে করে ফেললেন প্রিয়ঙ্কা?

ইন্ডাস্ট্রির এ হেন প্রশ্নের কারণ? কারণ তৈরি করেছেন প্রিয়ঙ্কা নিজেই। না! তাঁর আঙুলে কোনও ওয়েডিং রিং নেই। বরং মঙ্গলসূত্র পরা নায়িকার ছবি প্রকাশ্যে এসেছে। আর তা থেকেই শুরু হয়েছে যাবতীয় জল্পনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ১১:৫৬
Share:

প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

রিলেশনশিপের ব্যাপারে একেবারেই প্রকাশ্যে মুখ খুলতে চান না প্রিয়ঙ্কা চোপড়া। বরং তিনি প্রকাশ্যে বহুবার বলেছেন, ‘‘যখন আঙুলে আংটি থাকবে তখন গোটা পৃথিবী জানতে পারবে।’’ এ হেন প্রিয়ঙ্কাকে নিয়ে নয়া গুঞ্জন শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। অনেকেই জানতে চাইছেন, গোপনে কি বিয়ে করে ফেললেন প্রিয়ঙ্কা?

Advertisement

ইন্ডাস্ট্রির এ হেন প্রশ্নের কারণ? কারণ তৈরি করেছেন প্রিয়ঙ্কা নিজেই। না! তাঁর আঙুলে কোনও ওয়েডিং রিং নেই। বরং মঙ্গলসূত্র পরা নায়িকার ছবি প্রকাশ্যে এসেছে। আর তা থেকেই শুরু হয়েছে যাবতীয় জল্পনা।

বিষয়টা ঠিক কী? একটু বিশদে বলা যাক।

Advertisement

আরও পড়ুন, প্রকাশ্যে এল রাজ-শুভশ্রীর বিয়ের কার্ড

সম্প্রতি অসমে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। যাওয়ার পথে বিমানে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সেখানেই তাঁর হাতে রয়েছে একটি গয়না। যা অনেকটা মঙ্গলসূত্রর মতো দেখতে বলে দাবি ওয়েব অডিয়েন্সের একটা বড় অংশের।

ওই গয়না কি কোনও ফ্যাশন জুয়েলারি? নাকি মঙ্গলসূত্র? তা হলে কি গোপনে বিয়ে করে ফেললেন প্রিয়ঙ্কা? না! এই গসিপ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি পিগি চপস।

নীচের ছবি নিয়েই শুরু হয়েছে জল্পনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement