Abhinav On Salman Khan

‘সলমন একটা গুন্ডা’, পরিবারও নাকি সাংঘাতিক! ভাইজানের বিরুদ্ধে বিস্ফোরক ‘দবং’ পরিচালক

অভিনবের দাবি, তাঁর কর্মজীবন নষ্ট করার চেষ্টা করেছিলেন ‘খান ব্রাদার্স’। ফের সলমন ও তাঁর গোটা পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অনুরাগ কাশ্যপের দাদা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৪
Share:

সলমনের বিরুদ্ধে মুখ খুললেন অভিনব। ছবি: সংগৃহীত।

বলিউডে প্রচলিত, সলমন খানের হাত মাথায় থাকলে সাফল্য মেলে, আবার তাঁর বিরাগভাজন হলে টিকে থাকা দায় হয়। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে স্বজনপোষণ নিয়ে সলমন ও তাঁর পরিবারের বিরুদ্ধে সরব হয়েছিলেন ‘দবং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপ। অভিযোগ তোলেন, তাঁর কর্মজীবন নষ্ট করার চেষ্টা করেন ‘খান ব্রাদার্স’। ফের একই মানুষের বিরুদ্ধে বিস্ফোরক অনুরাগ কাশ্যপের দাদা।

Advertisement

‘দব‌ং’ ছবির সময় থেকেই নাকি পরিচালকের সঙ্গে দুর্ব্যবহার করতেন সলমন। অভিনয়ে নাকি কখনওই মন ছিল না তাঁর। পরিচালকের অভিযোগ, সব সময় তারকাসুলভ হাবভাব ছিল ভাইজানের। অভিনবের বিস্ফোরক দাবি, সলমনের ব্যবহার নাকি একেবারে ‘গুন্ডা-মস্তান’দের মতো। শুধু সলমন নন, তাঁর গোটা পরিবার বিগত ৫০ বছর ধরে সিনেমার সঙ্গে যুক্ত। পরিচালকের অভিযোগ, বাড়িতে বসে গোটা ইন্ডাস্ট্রি চালনা করার চেষ্টা করেন তাঁরা। অভিনবের কথায়, ‘‘ওঁদের গোটা পরিবার প্রতিহিংসাপরায়ণ। আমি ওঁদের কথা না শুনলে ওঁরা টিকতে দেবেন না। ‘দবং’ করার আগে বুঝিনি যে, সলমন খান এতটা নোংরা মানুষ।’’ অভিনব এর আগেও একাধিক বার এমন অভিযোগ এনেছেন। যদিও, তাঁর ভাই অনুরাগই এই প্রসঙ্গে দাদার পাশে দাঁড়াননি। ‘দবং’-এর পর শুধু ‘বেশরম’ নামে একটি ছবি তৈরি করেন অভিনব। শোনা যায়, ইন্ডাস্ট্রিতে কারও সঙ্গেই নাকি সদ্ভাব নেই তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement