দীপিকার হলিউড জার্নি শুরু ফ্রেব্রুয়ারিতেই

দিন কয়েক আগে ভিন ডিসেলের বাহু বন্ধনে থাকা দীপিকা পাড়ুকোনের একটি ছবি জল্পনা বাড়িয়েছিল সোশাল মি়ডিয়ায়। তবে কি এক্স থ্রি ফ্রাঞ্চাইজির আগামী ছবিতেই হলিউডে পা রাখার সুযোগ পাচ্ছেন দীপিকা? সে জল্পনাই এ বার সত্যি হতে চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৬ ১৫:৩৯
Share:

দিন কয়েক আগে ভিন ডিসেলের বাহু বন্ধনে থাকা দীপিকা পাড়ুকোনের একটি ছবি জল্পনা বাড়িয়েছিল সোশাল মি়ডিয়ায়। তবে কি এক্স থ্রি ফ্রাঞ্চাইজির আগামী ছবিতেই হলিউডে পা রাখার সুযোগ পাচ্ছেন দীপিকা? সে জল্পনাই এ বার সত্যি হতে চলেছে। ছবির পরিচালক ডি জে কারিউসো সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ‘‘আমরা জানুয়ারিতেই কাজ শুরু করছি। আর দীপিকার শুটিং ফেব্রুয়ারিতে।’’

Advertisement

প্রিয়ঙ্কা চোপড়ার পর বলিউড থেকে এই সাফল্য পাবেন দীপিকা। এই হলি-কানেকশন নিয়ে কী বলছেন তিনি? প্রশ্ন করা হলে মুচকি হেসে নায়িকার জবাব, ‘‘আমি আর কী বলব, ছবির ব্যাপারে যা কিছু সব সময়ই বলবে।’’

আরও পড়ুন, কোন রণবীরকে ভালবাসেন দীপিকা?

Advertisement

ভিন ডিসেলের সঙ্গে নিজের ছবির সম্পর্কে দীপিকা জানিয়েছিলেন, ‘‘ভিন আমার বন্ধু। ও এমন একজন মানুষ যাকে আমার দারুণ লাগে। কিন্তু সকলে যে বিষয়ে জানতে চাইছেন তার জন্য আর কিছুদিন অপেক্ষা করুন। সময় হলে ঠিক জানতে পারবেন।’’ নায়িকার ওই উত্তরে বি-টাউনে আরও জল্পনা বে়ড়েছিল।

যদিও ‘পিকু’র সহ অভিনেতা ইরফান খান আগেই অভিনন্দন জানিয়েছিলেন দীপিকাকে। ফেসবুকে ইরফান লিখেছিলেন, ‘ভিন ডিসেলের সঙ্গে হলিউড ডেব্যুর জন্য আমাদের আদরের পিকুকে অনেক অভিনন্দন।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement