Rajpal Yadav

তিন মাসের জেল হল অভিনেতা রাজপাল যাদবের

ঋণখেলাপির দায়ে তিন মাসের জেল হল অভিনেতা রাজপাল যাদবের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ২১:২৪
Share:

অভিনেতা রাজপাল যাদব। ফাইল চিত্র।

ঋণখেলাপির দায়ে তিন মাসের জেল হল অভিনেতা রাজপাল যাদবের। শুক্রবার দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব সাহাই এডলাঁ এই রায় দিয়েছেন। পুলিশি হেপাজতে নেওয়ার পর তাঁকে রাখা হবে তিহার জেলে।

Advertisement

২০১০ সালে অভিনেতা রাজপাল যাদব ও তাঁর স্ত্রী রাধা পাঁচ কোটি টাকা ঋণ নিয়েছিলেন মুরলি প্রোজেক্ট নামের সংস্থা থেকে। শর্ত ছিল ২০১১ সালের ৩০ জুনের মধ্যে আট কোটি টাকা ফেরত দেবেন তাঁরা। কিন্তু শর্ত অনুসারে ওই টাকা তারা ফেরত দেননি বলে অভিযোগ তোলে ওই সংস্থা।

সেই অভিযোগের ভিত্তিতেই মামলা গড়ায় দিল্লি হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে আজ এই রায় দিল উচ্চ আদালত।

Advertisement

আরও পড়ুন: প্রয়াত বিশিষ্ট অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তী

হিন্দি সিনেমা ‘আতা পাতা লাপাতা’ তৈরির জন্য ওই সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব।

আরও পড়ুন: আসছে ‘ভবিষ্যতের ভূত’, মুক্তি পেল মোশন পোস্টার

(মুভি ট্রেলারথেকে টাটকামুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদেরবিনোদনবিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement