Salman Khan

ইব্রাহিম আলি খানই এই যুগের সলমন খান! কোন গুণ দেখে ভাইজানের সঙ্গে তুলনা সইফ-পুত্রের?

অনুরাগীরা তাঁকে ভালবাসায় ভরিয়ে রাখেন। তাঁদের মতে, বলিউডের ভাইজানের জীবন কোনও চলচ্চিত্রের থেকে কম নয়। এ বার সলমন খানের সঙ্গে তুলনা হল সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৭:৩২
Share:

ইব্রাহিমই নতুন যুগের সলমন? ছবি: সংগৃহীত।

তাঁর নামের সঙ্গে জড়িয়েছে নানা বিতর্ক। নিন্দকেরা কটাক্ষ করতে ছাড়েন না। তাঁকে অপছন্দ করলেও এড়িয়ে যাওয়া অসম্ভব। কথা হচ্ছে সলমন খানের। অনুরাগীরা তাঁকে ভালবাসায় ভরিয়ে রাখেন। তাঁদের মতে, বলিউডের ভাইজানের জীবন কোনও চলচ্চিত্রের থেকে কম নয়। এ বার সলমন খানের সঙ্গে তুলনা হল সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের। তিনিই নাকি এই যুগের সলমন।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন পোশাকশিল্পী আবু জানি-সন্দীপ খোসলা। তাঁদের মতে, জন্মের পর থেকেই তারকাসুলভ ইব্রাহিম। সলমন খানের মতো হয়ে ওঠার ক্ষমতা একমাত্র ইব্রাহিমেরই রয়েছে। আবু ও সন্দীপ বলেন, “ইব্রাহিম হল জন্মতারকা। ওঁকে সুপারস্টারও বলা যায়। এই যুগের সলমন খান উনি। ওঁর মধ্যে এমন একটা ব্যাপার আছে, যেটা আর কারও মধ্যে নেই।”

সলমনের জীবনে এসেছেন একাধিক নায়িকা। সেই তালিকায় ছিলেন সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্যা রাই বচ্চন, সোমি আলি, ক্যাটরিনা কইফ থেকে শুরু করে আরও অনেকে। তবে কারও সঙ্গেই সম্পর্ক স্থায়ী হয়নি। সেই নিয়ে চর্চা এখনও চলে। বার বার আলোচনায় উঠে আসে সলমনের বিয়ের প্রসঙ্গ। তা হলে কি একই পথে হাঁটবেন ইব্রাহিমও? পোশাকশিল্পীদের মন্তব্য শুনে রসিকতা করে প্রশ্ন তুলছেন নেটাগরিক।

Advertisement

সইফ-কন্যা সারা আলি খানেরও প্রশংসা করেন দুই পোশাকশিল্পী। তাঁদের কথায়, “সারা খুবই বুদ্ধিমতী মেয়ে। নিউ ইয়র্কে গিয়েছে, ভাল করে পড়াশোনা করেছে। একসময় সারা আইনজীবী হতে চেয়েছিলেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement