Aditya Dhar

বক্সঅফিসে সফল ‘ধুরন্ধর’, কিন্তু ছবির পরিচালক আদিত্য কোন অসুখে আক্রান্ত?

‘ধুরন্ধর’ মুক্তির পর আদিত্য ধরকে নিয়ে চারপাশে এত ঢক্কানিনাদ। কিন্তু তিনি রয়েছেন আড়ালে। জানা গেল আদিত্যর ভিতরে থাকা অসুখের কথা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৬
Share:

আদিত্য ধরের রয়েছে কোন অসুখ? ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে গোটা দেশে যেন ঢিঢি ফেলে দিয়েছে ‘ধুরন্ধর’। বক্স অফিসে লক্ষ্মীলাভ প্রায় ৯০০ কোটির কাছাকাছি। এই সাফল্যের নেপথ্যে অনেকটা যিনি, তিনি পরিচালক আদিত্য ধর। চারপাশে তাঁকে নিয়ে এত ঢক্কানিনাদ। কিন্তু তিনি রয়েছেন আড়ালে। কেন? এমন সফল পরিচালকের ভিতর রয়েছে এমন এক অসুখ, যার ফলে এক পাতা চিত্রনাট্য পড়তে দিন কাবার করে ফেলেন তিনি।

Advertisement

আদিত্য একটানা কোনও চিত্রনাট্য পড়তে পারেন না। এক পাতা পড়তে সময় লাগে একদিন। টানা তিন পাতা পড়া প্রায় অসম্ভব। কিন্তু তার পরেও নিজের ভিতরের প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে গিয়েছেন। দেশের অন্যতম সফল পরিচালকের তালিকায় নিজের নাম লিখিয়েছেন। ‘ধুরন্ধর’- এর আগে ‘উরি’ ছবি করে এমনই সাফল্য পেয়েছিলেন আদিত্য।

এমন সফল পরিচালকের পড়তে-লিখতে সমস্যা। কারণ তিনি ‘ডিসলেক্সিয়া’য় আক্রান্ত। এই রোগ শৈশবে ছিল অভিষেক বচ্চনেরও। আমির খানের পুত্র জুনেইদেরও এক সমস্যা। অতীতে বিভিন্ন সাক্ষাৎকারে আদিত্য নিজেই তাঁর এই অসুখের কথা জানিয়েছেন। সব সময়েই বলেন, ‘‘আমি আজ যেখানে আছি সেখানে থাকার কথা নয়। ঈশ্বরের কৃপায় এই জায়গায় এসেছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement