Ekta Kapoor

শিবলিঙ্গ জড়িয়ে বসেছেন একতা, মাথার উপর হচ্ছে ছাই বর্ষণ! এমন কাণ্ড করলেন কেন?

নিন্দকেরা এমনিতেই কুসংস্কারাচ্ছন্ন বলে থাকেন একতাকে। তবে এ বার এক নয়া রূপে দেখা গেল জিতেন্দ্র-কন্যাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৬:৪৬
Share:

এ বার নয়া রূপে দেখা গেল একতাকে। ছবি: সংগৃহীত।

ঈশ্বরবিশ্বাসী বলে পরিচিতি রয়েছে একতা কপূরের। তাঁর প্রযোজনা সংস্থার নাম ‘বালাজী ফিল্মস’। ঈশ্বরবিশ্বাসের পাশাপাশি জ্যোতিষেও আস্থা রয়েছে একতার। তাঁর প্রতি আঙুলেই বহুমূল্য পাথরের আংটি রয়েছে। সংখ্যাতত্ত্বেও বিশ্বাসী একতা— তাঁর প্রতিটি ধারাবাহিকের নাম ‘ক’ দিয়ে শুরু।

Advertisement

নিন্দকেরা অবশ্য তাঁকে কুসংস্কারাচ্ছন্ন বলে থাকেন। তবে এ বার নয়া রূপে দেখা গেল একতাকে। প্রথম দর্শনে মনে হতে পারে হয়তো কোনও শুটিং চলছে। হয়তো ধারাবাহিকের সেটে চলছে এমন কর্মকাণ্ড! কিন্তু তেমনটা নয়। মহাকাল মন্দিরে গিয়েছিলেন একতা। সেখানেই এমন রূপে দেখা গিয়েছে তাঁকে।

গত কয়েক বছরে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে তারকাদের আনাগোনা বেড়েছে। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা থেকে আলিয়া ভট্ট, রণবীর কপূর— কে না যাচ্ছেন সেখানে! যদিও একতা বহু বছর ধরেই এই মন্দিরে যান। সেখানেই রুদ্রাভিষেকে শামিল হন তিনি। ২১ জুলাই ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। সে দিনই একতার একটি ভিডিয়ো ভাইরাল হয়। দেখা যায়, শিবলিঙ্গ জড়িয়ে বসে রয়েছেন একতা। উপর থেকে ছাইভস্ম, কুমকুম, দুধ ঢালা হচ্ছে বালতি বালতি। এমন বর্ষণে শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে মাঝেমধ্যেই। তখন ঢালা হচ্ছে জল। খানিক শ্বাস নিয়ে ফের শিবলিঙ্গ জড়িয়ে বসছেন প্রযোজক। কিন্তু কী কারণে হঠাৎ এমন নিষ্ঠাভরে পুজো দিলেন একতা, সেই কারণ অজানা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement