একতা কপূরের জন্যই রাধিকা-তুষারের সম্পর্কে ভাঙন ধরে? ছবি: সংগৃহীত।
তাঁর পেশাদারিত্ব, অভিনয় দক্ষতা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে বিপুল সুনাম। সদ্য মা হয়েছেন। অভিনেত্রী রাধিকা আপ্তের ঝুলিতে সফল ছবির সংখ্যা অগণন। বিশেষত রাধিকা এবং অভিনেতা তুষার কপূরের রসায়ন এখনও অনেকের স্মৃতিতে টাটকা। ‘শোর ইন দ্য সিটি’ ছবিতে তুষারের সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল রাধিকাকে। তার পর থেকে শোনা যায়, তাঁরা সম্পর্কে জড়িয়েছেন। যদিও প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা কোনও দিনই বলেননি রাধিকা বা তুষারের কেউই। তার পর সেই সম্পর্কের কাহিনি সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। রাধিকা এখন এক সন্তানের মা রাধিকা। অন্য দিকে তুষার বিয়ে না করলেও সংসারী মানুষ। সরোগেসির মাধ্যমে এক ছেলের বাবা হয়েছেন অভিনেতা। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায়, বোন একতা কপূরের জন্যই নাকি রাধিকার সঙ্গে সম্পর্ক টেকেনি তুষারের! একটি ‘টক শো’-এ একতার মন্তব্য সেই জল্পনা আরও উস্কে দেয়।
একটি শো-এ একতাকে প্রশ্ন করা হয় তুষারের পাঁচ সুন্দরী নায়িকার তালিকা তৈরি হলে কে কে থাকবেন? সেখানে মজার ছলেই তিনি যোগ করেছিলেন রাধিকার নাম। সেই সঙ্গে একতা আরও যোগ করেন, “তুষারের পছন্দ খুবই জঘন্য।” আদৌ কি সম্পর্কে জড়িয়েছিলেন তুষার এবং রাধিকা?
এই উত্তর অভিনেত্রী নিজেই দিয়েছিলেন। রাধিকা জানিয়েছিলেন, শুধুমাত্র ছবির প্রচারের জন্য তাঁদের সম্পর্কের এই ভুয়ো খবর রটানো হয়েছিল। আদতে কিছুই ছিল না। রাধিকা বলেছিলেন, “এই ভুয়ো খবর আমি উপভোগ করেছিলাম। কারণ,সেই সূত্রে অনেকগুলো লেখা বেরিয়েছিল আমার নামে। বলা হয়েছিল গোয়ায় তুষারের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে পালন করছি আমি। কিন্তু সে সময় আমি লন্ডনে পড়াশোনা করছিলাম।”