Emraan Hashmi

স্ত্রী হিন্দু, মা খ্রিস্টান, ইমরান মুসলিম, তিন ধর্মের সমাবেশ বাড়িতে, অভিনেতার পুত্র কোন ধর্মে বিশ্বাসী?

প্রায় ১৭ বছরের দাম্পত্য। হিন্দু মেয়েকে বিয়ে করেছেন। তাঁদের বাড়িতে মিশ্র সংস্কৃতির পরিবেশ। মা নাকি বাবা, ছেলে কার ধর্মে আস্থা রেখেছে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৯:৩০
Share:

ছেলের সঙ্গে অভিনেতা ইমরান হাশমি। ছবি: সংগৃহীত।

বলিউড ছবিতে অজস্র চুম্বনদৃশ্যে অভিনয় করে ‘সিরিয়াল কিসার’ আখ্যা পেয়েছেন ইমরান হাশমি। ২০০৬ সাল থেকে পারভীন সাহনীর সঙ্গে দাম্পত্যে রয়েছেন অভিনেতা। এক পুত্রসন্তান রয়েছে তাঁদের। তাঁর স্ত্রী হিন্দু, মা খ্রিস্টান। তাঁদের বাড়িতে মিশ্র সংস্কৃতির পরিবেশ। ছেলে কোন ধর্মে আস্থা রেখেছে।

Advertisement

খুব শীঘ্রই ইমরানকে ‘হক’ ছবিতে দেখা যাবে। এটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ছবি। যেখানে শাহ বানোর জীবন তুলে ধরা হয়েছে। তাঁর স্বামী আহমেদ খানের চরিত্রে অভিনয় করছেন ইমরান। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কি কোনও একটি সম্প্রদায়কে কলুষিত করার উদ্দেশ্যে বানানো হয়েছে। তাতেই ইমরান সাফ জানান, তিনি নিজেকে একজন উদারমনা মুসলিম বলে ভাবেন। তাঁর যদিও কোথাও কখনও মনে হত, চিত্রনাট্যে বিশেষ কোনও সম্প্রদায়কে খাটো করা হচ্ছে, তা হলে ছবিটি তিনি করতেন না। এই প্রসঙ্গে ইমরান বলেন, ‘‘আমার স্ত্রী হিন্দু, আমি মুসলিম, আমার মা খ্রিস্টান। আমার ছেলে নমাজ পড়ে, পুজো পাঠও করে। এটাই ভারত। আমাদের বাড়িতে এই পরিবেশই বজায় রয়েছে।’’ খুব শীঘ্রই ইমরানের ‘হক’ ছবিটি মুক্তি পেতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement