আলিবাগে শাহরুখের জন্মদিন পার্টি জমজমাট

আলিবাগের রিসর্টে হইহই করে পালিত হল শাহরুখের জন্মদিন পার্টি। ৫২ বছরের বলিউড বাদশাকে শুভেচ্ছা জানাতে পার্টিতে জমায়েত হয়েছিলেন একঝাঁক তারকা। কেমন কাটল শাহরুখের জন্মদিন? কারাই বা এসেছিলেন পার্টিতে?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ২১:৩২
Share:
০১ ০৯

বলিউড বাদশার জন্মদিন বলে কথা। ধুমধাম তো হবেই। তবে শাহরুখের এ বারের জন্মদিন নিয়ে বিশেষ পরিকল্পনা করেছিলেন স্ত্রী গৌরী খান ও তাঁর বন্ধুরা। মুম্বইয়ের ‘মন্নত’-এ নয়, শাহরুখের ৫২তম জন্মদিন পালন করা হল আলিবাগের একটি রিসর্টে। কর্ণ জোহর, সিদ্ধার্থ মলহোত্র, আলিয়া ভট্ট, সুজান খান, দীপিকা পাডুকোন, ক্যাটরিনা-সহ হাজির ছিলেন একঝাঁক সেলেব।

০২ ০৯

পার্টিতে সবচেয়ে বেশি নজর কেড়েছেন কে জানেন? শাহরুখ-তনয়া সুহানা। দুই বান্ধবী শানায়া এবং অনন্যার সঙ্গে হইহই করে কাটালেন বাবার জন্মদিন পার্টি।

Advertisement
০৩ ০৯

এই তারকাকে চেনেন? সঞ্জয় কপূর। শাহরুখ কন্যা সুহানার বান্ধবী শানায়ার বাবা। জন্মদিনের আসর মাতাতে ইনিও পিছিয়ে ছিলেন না।

০৪ ০৯

জন্মদিনের আসর মাতিয়ে দিয়েছেন এই সেলেব। চনমনে, দুষ্টু হাসি দিয়ে শাহরুখের পাশে সমান গ্ল্যামারাস আলিয়া ভট্ট।

০৫ ০৯

সুজান খানের সঙ্গে শাহরুখের জন্মদিন পার্টিতে সুহানা এবং তাঁর দুই বান্ধবী। বুধবার মধ্যরাতেই কেক কেটে পালিত হয়েছে বলিউড বাদশার জন্মদিনের অনুষ্ঠান।

০৬ ০৯

ভালোবাসার চুম্বন। কর্ণ জোহরের গালে চুম্বন এঁকে দিলেন মালাইকা অরোরা খান। সেই ছবি ক্যামেরাবন্দি করলেন কর্ণ।

০৭ ০৯

উজ্জ্বল সাদা পোশাকে ঝলমলে দীপিকা এবং আলিয়া। তাঁদের খুনসুটির ছবি ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কর্ণ জোহর।

০৮ ০৯

সুজান খান ও গৌরীর সঙ্গে জন্মদিনের আসর মাতালেন তাঁদের ঘনিষ্ঠ বান্ধবী কাজল আনন্দ।

০৯ ০৯

‘দ্য ডন টিম’। শাহরুখের জন্মদিনে হইহই করে কাটালেন ফারহান আখতার। এঁদের দেখলেই বোঝা যায়, বয়সে কী এসে যায়! তাই না?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement