কেন বাংলা শিখছেন কল্কি?

কি হল হঠাৎ কল্কি কোয়েচলিনের? হঠাৎ বাংলা শিখছেন কেন তিনি? কারণ কঙ্কনা সেনশর্মার পরবর্তী ছবিতে বাংলা বলবেন নায়িকা। আর তার জন্যই বেশ আঁটঘাঁট বেঁধে মঞ্চে নেমেছেন কল্কি। বি-টাউনে জোর গুঞ্জন, কঙ্কনার পরিচালিত প্রথম ছবি ‘আ ডেথ ইন দ্য গুঞ্জ’-এ একজন অ্যাঙ্গলো ইন্ডিয়ান মহিলার চরিত্রে রয়েছেন কল্কি। আর সেই জন্যই জোরকদমে বাংলা শিখছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ১১:৫৬
Share:

কি হল হঠাৎ কল্কি কোয়েচলিনের? হঠাৎ বাংলা শিখছেন কেন তিনি? কারণ কঙ্কনা সেনশর্মার পরবর্তী ছবিতে বাংলা বলবেন নায়িকা। আর তার জন্যই বেশ আঁটঘাঁট বেঁধে মঞ্চে নেমেছেন কল্কি। বি-টাউনে জোর গুঞ্জন, কঙ্কনার পরিচালিত প্রথম ছবি ‘আ ডেথ ইন দ্য গুঞ্জ’-এ একজন অ্যাঙ্গলো ইন্ডিয়ান মহিলার চরিত্রে রয়েছেন কল্কি। আর সেই জন্যই জোরকদমে বাংলা শিখছেন তিনি। বরাবরই সমালোচকদের কাছে কঙ্কনার অভিনয় প্রশংসিত হয়ে আসছে। এ বার তিনি হাত দিতে চলেছেন পরিচালনার কাছে। কঙ্কনার ডেবিউ ফিল্মে কল্কি ছাড়াও থাকছেন কঙ্কনার স্বামী রণবীর শোরে, বিক্রান্ত মাসে, ওম পুরি, তনুজা প্রমুখ।
ছবির বেশিরভাগটাই শুটিং হয়েছে রাঁচির কাছে একটা ছোট্ট গ্রামে। এই অঞ্চল এক সময় অ্যাঙ্গলো ইন্ডিয়ান পপুলেশনের জন্য বিখ্যাত ছিল। এই ছবির জন্য ‘ধিতাং ধিতাং বলে’ গানটি শিখেছেন কল্কি। ছবির শুটিং শেষে নায়িকা বললেন, ‘বাংলাকে ভালবেসে ফেলেছি। হৃদয় দিয়ে এই গানটা শিখেছি আমি। বাংলা সত্যি একটা রিচ কালচার।’
ছবিতে ৩৪ বছরের মিতালির চরিত্রে অভিনয় করছেন কল্কি। ছবিটি দুই অসমবয়সী এবং সম্পূর্ণ আলাদা ধারার মানুষের সম্পর্কের গল্প। তবে ছবিটির মুক্তির দিন এখনও ঠিক হয়নি।

Advertisement

আরও পড়ুন...
আঙুরলতা সম্পর্কে এ কী বললেন রামগোপাল!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement