দ্বিতীয় বার মা হলেন গওহর খান। ছবি: সংগৃহীত।
দ্বিতীয় বার মা হলেন অভিনেত্রী গওহর খান। চলতি বছরের মে মাসে সুখবর দিয়েছিলেন। জানিয়েছিলেন সংসারে আবার খুদে সদস্যের আগমনের কথা। ২০২৩ সালে প্রথম বার মা হন অভিনেত্রী। গওহর ও সঙ্গীতশিল্পী জ়ায়েদ দরবারের কোল আলো করে জন্ম নেয় পুত্রসন্তান। এ বার তাঁদের সংসারের নতুন অতিথি, কন্যা না কি পুত্র?
অভিনেত্রী সমাজমাধ্যমের পাতায় সিংহ-সিংহী ও তাঁদের শাবকদের ছবি দিয়ে দ্বিতীয় সন্তান আগমনের কথা ঘোষণা করেন। ১ সেপ্টেম্বর, বড় ছেলে জ়েহানের ভাই এসেছে এই পৃথিবীতে, জানিয়েছেন গওহর। অর্থাৎ আবার পুত্রসন্তানের মা হলেন তিনি। গওহর লেখেন, ‘‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানচ্ছি, আমাদের জ়েহানের রাজত্বের নতুন সদস্য হল ওর ভাই।’’ প্রথম বার ‘সি-সেকশনে’র মাধ্যমে পুত্র জ়েহানের জন্ম দেন গওহর। সেই অভিজ্ঞতাকে ‘বেদনাদায়ক’ বলেছিলেন অভিনেত্রী। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কি একই পন্থা অবলম্বন করলেন তিনি? উত্তর যদিও এখনও অজানা। তবে তাঁর পোস্টের মন্তব্য বাক্স ভরেছে শুভেচ্ছাবার্তায়।