অভিনয় ছাড়ছেন সুরজ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়েছিল অভিনেতা সুরজ পঞ্চোলীর। এ নিয়ে প্রবল বিতর্ক হয়। জেলও খেটেছিলেন সুরজ। চলতি বছরে তাঁর সিনেমা ‘কেসরী বীর’ মুক্তি পায়। প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরেও বিশেষ সাফল্য লাভ করতে পারেননি তিনি। এ বার খবর, তিনি নাকি অভিনয় ছাড়ছেন। সত্যিই কি তাই?
তারকাদম্পতি আদিত্য পঞ্চোলী ও জ়রীনা ওয়াহাবের ছেলে সুরজকে নিয়ে আলোচনা নেহাত কম হয়নি। যত না তাঁর কাজের বিষয় আলোচিত হয়েছে, তার থেকে অনেক বেশি তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে। জিয়ার মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে সুরজের বিরুদ্ধে। যদিও সেই সমস্ত অধ্যায় কাটিয়ে ফের বড়পর্দায় দেখা যায় সুরজকে। গত মে মাসে মুক্তি পায় ছবিটি। কিন্তু, বাণিজ্যিক সাফল্য পায়নি সেই ছবি। তার পরেই শোনা যায়, তিনি নাকি অভিনয় ছেড়েই দিচ্ছেন। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন সুরজ নিজেই।
বুধবার ৩৪ বছর বয়সি অভিনেতা সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “কিছু প্রতিবেদনে দেখলাম লেখা হচ্ছে যে, আমি সিনেমা করা ছেড়ে দিচ্ছি। আমি বিষয়টা পরিষ্কার করে দিতে চাই। এটা একেবারেই সত্যি কথা নয়।” মাত্র ২১ বছর বয়সে গ্রেফতার হয়েছিলেন সুরজ। সেই সময়ের অভিজ্ঞতা আজ তাঁর কাছে ‘ধূসর’, জানিয়েছিলেন নিজেই।