Actor Vivek to not take any payment

‘এক পয়সাও লাগবে না’! রণবীরের ‘রামায়ণ’ ছবিতে অভিনয় করেও কেন পারিশ্রমিক নিলেন না বিবেক?

কাজ চলছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির। রণবীর কপূরের সঙ্গে বিবেককে এই ছবিতে বিভীষণের চরিত্রে দেখা যাবে বলে খবর। অনুরাগীরা এই ছবির অপেক্ষায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৩:৩৯
Share:

রণবীরের ‘রামায়ণ’ ছবিতে কাজ করেও পারিশ্রমিক নেননি বিবেক। ছবি: সংগৃহীত।

এখন একের পর এক কাজ রয়েছে বিবেক ওবেরয়ের হাতে। তার মধ্যে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ অন্যতম। রণবীর কপূরের সঙ্গে বিবেককে এই ছবিতে বিভীষণের চরিত্রে দেখা যাবে বলে খবর। অনুরাগীরা এই ছবির অপেক্ষায়। এরই মাঝে শোনা যাচ্ছে, ছবির সম্পূর্ণ পারিশ্রমিক নাকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিবেক। কেন?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় এই বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, “আমি নমিতকে (প্রযোজক নমিত মলহোত্র) বলেছিলাম এই ছবির জন্য এক পয়সাও লাগবে না আমার। ওই অর্থ আমি ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য দান করতে চাই। ওঁরা যে ছবিটা করছে সেটা আমার দারুণ লেগেছে, তাই আমি ওঁদের পাশে থাকতে চাই। আমি মনে করি এই ছবিটা ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে আরও উঁচুতে স্থান করে দেবে।”

অভিনেতা আরও যোগ করেন, “রামায়ণ পৌরাণিক না ঐতিহাসিক— এই দ্বন্দ্ব চিরকালীন। আমরা বিশ্বাস করি যে এই কাহিনি ঐতিহাসিক এবং আমার এই কাজটা করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। একটা নতুন দলের সঙ্গে কাজ করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। নমিত, নীতেশ, যশ, রকুলপ্রীত সিংহ— সকলেই দারুণ।”

Advertisement

সূত্রের খবর, ‘রামায়ণ’ ছবির প্রথম দফার সম্পাদনা ইতিমধ্যেই শেষ হয়েছে। ভিএফএক্সের প্রতি এ বার বিশেষ নজরদারি শুরু হবে বলেও খবর। ছবিতে রাম হিসাবে দেখা যাবে রণবীর কপূরকে, সীতা হিসাবে রয়েছেন সাই পল্লবী। অন্য দিকে, রাবণের চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা যশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement