ধর্মেন্দ্রের স্মরণসভায় এলেন না হেমা মালিনী! ছবি: সংগৃহীত।
২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ধর্মেন্দ্র। অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে তাঁর মৃত্যুর কথা কাকপক্ষীও টের পায়নি। এর পরে, বৃহস্পতিবার অভিনেতার দুই ছেলে সানি ও ববি দেওলের তরফে মুম্বইয়ের অভিজাত হোটেলে স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে অনুপস্থিত রইলেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী ও তাঁর দুই মেয়ে।
সানি-ববির আয়োজন করা স্মরণসভায় উপস্থিত ছিলেন বলিউডের বড় বড় তারকা। উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌর। সানি-ববির দুই বোন অজিতা ও বিজয়েতাও ছিলেন। তবে হেমা মালিনীর অনুপস্থিতি উঠে আসে চর্চায়। যদিও পরে গোবিন্দ-পত্নী সুনীতা আহুজা জানান, হেমা মালিনী তাঁর বাড়িতে আলাদা করে ধর্মেন্দ্রের জন্য পুজো ও গীতাপাঠের ব্যবস্থা করেছেন। সানি-ববির আয়োজিত স্মরণসভা থেকে বেরিয়ে ছেলে যশবর্ধনকে নিয়ে হেমার বাড়িতে যান সুনীতা। তারকাপত্নী বলেন, ‘‘আমি চোখের জল ধরে রাখতে পারলাম না হেমাজিকে দেখে।’’
বিয়ের পর থেকেই দেওল পরিবারে যেন খানিক ব্রাত্য হেমা। অভিনেতার পঞ্জাবের বাড়িতে নাকি ঢোকার অনুমতি ছিল না অভিনেত্রীর। হেমা মালিনীকে বিয়ের পর নাকি বাবার সঙ্গে রীতিমতো অশান্তি করেছিলেন সানি। শেষ সময় পর্যন্ত ধর্মেন্দ্র তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে থাকতেন। যদিও মাঝেমাঝে হেমা মালিনীর সঙ্গেও থাকতেন। হেমা নিজেও জানিয়েছেন, তিনি কারও জীবনে অশান্তির কারণ হতে চান না। তাঁর জন্য কেউ বিরক্ত হন, সেটাও চাননি তিনি।