Rubel Das Birthday

ভুললেন বিতর্ক! স্বামী রুবেলের জন্মদিনে কী বিশেষ আয়োজন করলেন অভিনেত্রী শ্বেতা?

কয়েক দিন আগে একের পর এক বিতর্কে বিদ্ধ হয়েছেন শ্বেতা ভট্টাচার্য। সেই সব কাটিয়ে শুক্রবার স্বামী রুবেল দাসের জন্মদিন পালনে মাতলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২
Share:

রুবেলের জন্মদিনে শ্বেতার বিশেষ আয়োজন। ছবি: সংগৃহীত।

৫ সেপ্টেম্বর ছিল অভিনেতা রুবেল দাসের জন্মদিন। বিয়ের পর তাঁর প্রথম জন্মদিন। সকাল থেকে নানা রকম আয়োজন করেছিলেন স্ত্রী শ্বেতা ভট্টাচার্য। যদিও সমাজমাধ্যমের পাতায় নায়কের জন্মদিনের কোনও ছবি দেখা যায়নি। দর্শকের মন অনেক প্রশ্ন জমা হয়েছিল। অবশেষে অনুরাগীদের সব কৌতূহলের অবসান ঘটালেন শ্বেতা নিজেই।

Advertisement

পরিবারের সঙ্গে রুবেল। ছবি: ইনস্টাগ্রাম।

হলুদ, কালো বেলুনে সাজানো হয়েছিল চারিদিক। হাওড়ার কাছে একটি রিসর্টে স্বামীর জন্মদিনের বিশেষ আয়োজন করেছিলেন নায়িকা। তৈরি করিয়েছিলেন বিশেষ কেক। পরিবারের সবাইকে নিয়ে এ দিন রাতে কেক কেটে নিজের জন্মদিন উদ্‌যাপন করলেন রুবেল। সেই ভিডিয়ো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্বেতা।

জন্মদিন পালনের ভিডিয়ো ভাগ করে শ্বেতা লেখেন, “সারা জীবন তোমায় ভালবেসে আগলে রাখব। আমি ভাগ্যবতী, কারণ আমি তোমার মতো স্বামী পেয়েছি। সব সময় এই রকম হাসিখুশি থেকো। জীবনে অনেক সাফল্য আসুক তোমার।” স্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি রুবেলও।

Advertisement

ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ হওয়ার পর থেকে একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে শ্বেতার। এক সাক্ষাৎকারে ‘হাতকাটা পোশাক’ পরা নিয়ে তাঁর মন্তব্যে চারিদিক থেকে ধেয়ে আসে কটাক্ষ। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সেই কঠিন সময় স্বামীকে পাশে পেয়েছেন তিনি। আপাতত কয়েকটা দিন পরিবারের সবার সঙ্গে শান্তিতে সময় কাটাতে চান, কোনও বিতর্কে নিজেকে জড়াতে রাজি নন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement