রচিত সিংহের প্রেমে মগ্ন হুমা কুরেশি? ছবি: ইনস্টাগ্রাম।
সকলে মন দিয়ে হিমেশ রেশমিয়ার ‘পারফরম্যান্স’ দেখছিলেন। হঠাৎ আলোকচিত্রীদের নজর পড়ে অনুষ্ঠানে উপস্থিত হুমা কুরেশি-রচিত সিংহের দিকে। অভিনেত্রীকে বাহুতে বেঁধে গালে গাঢ় চুম্বন এঁকে দিচ্ছেন তাঁর চর্চিত প্রেমিক!
মুহূর্তে হিমেশ ‘অতীত’। তত ক্ষণে সমস্ত ক্যামেরা ঘুরে গিয়েছে হুমা-রচিতের দিকে। লেন্সবন্দি তাঁদের ‘প্রেম কহানি’। হুঁশ ফিরতেই হুমা দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়েছেন প্রেমিকের আলিঙ্গন থেকে। ছদ্ম কোপে শাসন করেছেন রচিতকে। “কী করছ! চারিদিকে ক্যামেরা”, হয়তো এমনই সতর্কবাণী ছিল তাঁর। রচিতও বিষয়টির গুরুত্ব বুঝে সামলে নিয়েছেন নিজেকে। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। যুগলের প্রেমের মুহূর্ত রবিবার সন্ধ্যার চর্চার বিষয়!
ছুটির দিনে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেতা আর তাঁর অভিনয়ের প্রশিক্ষক। অনেক দিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জনে আরবসাগরের নোনা হাওয়া উত্তাল। যদিও বিষয়টি নিয়ে উভয়েই নীরব। তাঁদের বাগদান সম্পন্ন, এমনও শোনা গিয়েছে সম্প্রতি। তখনও ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেননি কেউই। রবিবারের সন্ধ্যার বিশেষ মুহূর্ত যেন সেই রহস্যের উপর থেকে পর্দা সরাল! প্রকাশ্যে তাঁদের প্রেম।
আবেগঘন ওই মুহূর্তের আগেই হুমা হাসতে হাসতে কথা বলছিলেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকীর সঙ্গে। আচমকা পিছন থেকে তাঁকে জড়িয়ে ধরেন রচিত। সবটা দ্রুত ঘটে যাওয়ায় হুমা বিষয়টি বুঝতে কয়েক মুহূর্ত বেশি সময় নিয়ে ফেলেন। তার পরেই সরিয়ে দেন রচিতের হাত। প্রসঙ্গত, যুগলের প্রেমের শুরু নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে।