Arpan Ghoshal Is Returning Television

ছোটপর্দায় ফিরছেন অর্পণ! বড়পর্দার ‘রাপ্পা রায়’ রেখেছেন কিছু শর্ত, বিপরীতে নায়িকা কে?

বড়পর্দার আগামী গোয়েন্দা নায়ক তিনি। এখনও সেই ছবি মুক্তি পায়নি। তার আগেই কেন ছোটপর্দায় ফিরছেন অর্পণ?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৪:২৭
Share:

ছোটপর্দায় ফিরছেন বড়পর্দার অর্পণ ঘোষাল? ছবি: ফেসবুক।

অর্পণ ঘোষাল নাকি ধারাবাহিকে ফিরছেন। তাঁর নতুন ধারাবাহিকের নাম ‘প্রেম আমার’। নায়িকা তিতিক্ষা দাস। এমনই একটি গুঞ্জনে সরগরম টেলিপাড়া। বড়পর্দার আগামী গোয়েন্দা নায়ক তিনি। কমিক চরিত্র ‘রাপ্পা রায়’কে রুপোলি পর্দায় জীবন্ত করবেন তিনি। এখনও সেই ছবি মুক্তি পায়নি। তার আগেই কেন ছোটপর্দায় ফিরছেন অর্পণ?

Advertisement

আনন্দবাজার ডট কম-এর প্রশ্ন শুনেই প্রথমে দরাজ হাসি অভিনেতার। অর্পণ বললেন, “বিষয়টা খেয়াল করেছেন? নায়িকার নাম, আমার নাম, ধারাবাহিকের নাম— সব ঠিক। কিন্তু আমাদের ছবির পিছনে চ্যানেলের কোনও লোগো নেই।” তাঁর মতে, এর থেকেই প্রমাণিত, খবরটি ভুয়ো। সত্যি খবর হলে ছবিতে চ্যানেলের নাম এবং লোগো থাকত।

এখন অবশ্য বড়পর্দা এবং ছোটপর্দার মধ্যে অনায়াস আনাগোনা। তা বলে ছোটপর্দায় এখনই ফিরবেন অর্পণ? অভিনেতার অবশ্য সে সবে ছুঁতমার্গ নেই। তবে তাঁর কয়েকটি শর্ত রয়েছে। যেমন, ধারাবাহিক যদি নির্দিষ্ট সময়ে শেষ হয় তা হলেই তিনি ফিরতে রাজি। “ছ’মাসের বেশি সময় দিতে পারব না। তা হলে অন্য কাজ করতে পারব না”, বক্তব্য অভিনেতার।

Advertisement

‘মেয়েবেলা’র সুবাদে প্রযোজক-অভিনেত্রী স্বীকৃতি মজুমদার তাঁর ভাল বন্ধু। তাঁদের জুটিও দর্শকের পছন্দ। বিপরীতে কি তাঁকেই পেতে চাইবেন? অর্পণের পাল্টা রসিকতা, “হলে তো ভালই হয়। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ কি এত স্বাধীনতা আমাকে দেবে?” নিজের রসিকতায় নিজেই হেসে ফেলেছেন। জানিয়েছেন, স্বীকৃতি প্রযোজক হওয়ার পরেই তিনি আবদার করেছেন, নায়িকা যা যা কাজ করবেন তার নায়ক যেন শুধু তিনিই হন!

টেলিপাড়ার মতে, অর্পণ বেশি পরিচিতি পেয়েছেন ধারাবাহিক ‘মেয়েবেলা’ থেকে। ঝুলিতে ‘হস্টেল ডেজ়’, ‘গভীর জলের মাছ’, ‘রাজা রানি রোমিও’, ‘বসন্ত এসে গেছে’র মতো একের পর এক হিট সিরিজ়। অর্ণ মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘অথৈ’-তেও দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়া তিনি মঞ্চেও নিয়মিত অভিনয় করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement