Ritabhari Chakraborty

ঋতাভরির সঙ্গে গোয়া সি-বিচে ভাস্বর!

 দু’জনে আবার সমুদ্র সৈকতে টান টান শুয়ে ছবি-টবিও তুলেছেন!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ১৭:০১
Share:

সমুদ্র সৈকতে একসঙ্গে ধরা দিলেন ভাস্বর- ঋতাভরি

ভাস্বরের সঙ্গী হয় সোনালী চৌধুরী নয় সৌমিলি বিশ্বাস। এই দুই নায়িকার সঙ্গেই ভাস্বর চট্টোপাধ্যায় বেশি স্বচ্ছন্দ। অভিনয়ে, আড্ডায়, রেস্তরাঁয়, এয়ারপোর্ট শুটে এমনকি টিকটক ভিডিয়োতেও এঁরাই তাঁর দুই পাশ আলো করে থাকেন!

Advertisement

কিন্তু ইনস্টাগ্রাম বলছে, এঁরা কেউ নন, ভাস্বরের গোয়া সঙ্গিনী এখন ঋতাভরি চক্রবর্তী!

গোয়া গিয়ে দু’জনে সাজুগুজুও করেছেন। ভাস্বরের পরনে গাঢ় লাল টি-শার্ট, নীল ডেনিম। ঋতাভরি যথারীতি হট লুকে। নরম গোলাপি শর্ট স্কার্ট, জ্যাকেট, সাদা টপ।

Advertisement

গোয়ার সমুদ্র সৈকতে একসঙ্গে ছবিও তুললেন দু'জনে

শুধু এই?

দু’জনে আবার সমুদ্র সৈকতে টান টান শুয়ে ছবি-টবিও তুলেছেন!

সেই ছবি ভাস্বর ফলাও করে পোস্ট করতেই বুধবারের সকাল থেকে বক্তব্য বেড়েছে নেটাগরিকদের।

কবে থেকে ডুবে ডুবে জল খাচ্ছেন? অস্বস্তি দূরঅস্ত্! বদলে অকপট স্বীকারোক্তি ‘বাবা লোকনাথ’-এর, ‘‘২০১৫-র নভেম্বর মাস থেকে! আমরা গোয়ায় গিয়েছিলাম। দুর্দান্ত সময় কাটিয়েছি। কলকাতায় তখন ভরা শীত। গোয়া যথারীতি উষ্ণ!’’

আরও পড়ুন: জয়ার আগেই শিলাদিত্যের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!

সঙ্গে রেডিমেট রসিকতা, গোয়া ভোগের স্বর্গ। ভাস্বর আর ঋতাভরিও নাকি ভোগের দুনিয়ায় আকণ্ঠ ডুব দিয়েছিলেন।

কী ভাবে? ‘‘গলা পর্যন্ত গোয়ানিজ ফুড আর ওয়াইন খেয়ে!’’ হাসতে হাসতে জবাব। সবই তো হল, কিন্তু সোনালী, সৌমিলি বিষয়টি মেনে নিলেন? ‘‘ভাল বন্ধুরা স-ব মেনে নেয়’’, ঠোঁটে মুচকি হাসি অভিনেতার।

সবাই যখন আরও ‘মশালেদার’ কিছু শোনার আশায় তখনই জল ঢেলে দিলেন ভাস্বর! তিনি আর ঋতাভরী গোয়া গিয়েছিলেন। ইফি-তে ‘অন্য অপালা’ ছবির স্ক্রিনিংয়ের জন্য। ওই ছবির নায়িকা ঋতাভরী, নায়ক ভাস্বর। ওঁদের সঙ্গে ছিলেন ছবির পরিচালক শতরূপা সান্যাল আর বোন চিত্রাঙ্গদাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement