পরিচালক শিলাদিত্য মৌলিক দ্বিতীয় ছবি ‘হৃদপিণ্ড’ মুক্তির আগেই সম্প্রতি ঘোষণা করেছেন তাঁর তৃতীয় ছবি ‘ছেলেধরা’র কথা। যে ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্র জয়া আহসান। সে খবর সকলের জানা। কিন্তু নতুন ছবির কাজে হাত দেওয়ার আগেই শিলাদিত্য বাজিমাত করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ক্যামেরা বন্দি করে। তাঁর সোশ্যাল পেজ জানাচ্ছে, পরিচালক অতি সম্প্রতি একটি বিজ্ঞাপনী ছবির শুট শেষ করেছেন। যে প্রচার ছবিরআর সেই ছবির মুখ খোদ বুম্বাদা!
‘হেভিওয়েট’ ছাড়া কাজ করবেন না কি শিলাদিত্য?আনন্দবাজার ডিজিটালকে তিনি বললেন, ‘‘সত্যিই একটা অভিজ্ঞতা হল। বিশিষ্ট সংস্থা ডাকতেই প্রথমে বিশ্বাস করতে পারিনি। তার পর আর দু’বার ভাবিনি।’’
এই প্রথম বুম্বাদার সঙ্গে কাজ। কেমন দেখলেন ‘ইন্ডাস্ট্রি’কে? ‘‘কে বলবে উনি সিনিয়র! এখনও সবার থেকে এনার্জি লেভেল হাই। ভীষণ নিয়মনিষ্ঠ। ঘড়ি ধরে আসেন। কাজ করেন। প্রয়োজনে এক শট একাধিকবার দেন। একটুও বিরক্তি নেই।’’